বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মে’র দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বোর্ড মিটিং ইস্ট বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মরশুমের জন্য দল গঠনের লক্ষ্যে নেমে পড়েছে আইএসএলের দলগুলি। ইতিমধ্যেই প্রয়োজন অনুযায়ী ফুটবলারদের সঙ্গে কথা বলেছে বিভিন্ন ক্লাব। পিছিয়ে নেই ইস্ট বেঙ্গলও। দীর্ঘ ১২ বছরের খরা কাটিয়ে চলতি মরশুমে সুপার কাপ জেতে লাল-হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছেছিল দল। তবে আইএসএলে আশা জাগিয়েও সুপার সিক্সে জায়গা করে নিতে ব্যর্থ কুয়াদ্রাত-ব্রিগেড। তাই আসন্ন মরশুমে দেশের সর্বোচ্চ লিগে ভালো ফল করতে শক্তিশালী দল গঠন করাই লক্ষ্য লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের। তবে প্রয়োজন বাজেট বাড়ানোর। সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ইমামি কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন ক্লাব কর্তারা। জুলাইয়ের শেষের দিকে ডুরান্ড কাপ দিয়ে শুরু হবে নতুন মরশুম। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে প্রতিনিধিত্ব করবে ইস্ট বেঙ্গল। সেই কথা মাথায় রেখেই দল গঠন করতে চাইছেন কর্তারা। কোচের তুলে দেওয়া তালিকা মতো ফুটবলার সই করানোর লক্ষ্যে এগনোর জন্য আলোচনা হবে সেই বৈঠকে। গতবারের দল থেকে অধিনায়ক ক্লেটন সিলভা, হিজাজি মাহের ও সাউল ক্রেসপোকে ধরে রাখা হচ্ছে। পাশাপাশি পাঞ্জাব এফসি থেকে সই করানো হয়েছে মাদি তালালকে। ফলে আরও দু’টি বিদেশি কোটা ফাঁকা রয়েছে। ভালো মানের এক ডিফেন্ডার ও স্ট্রাইকার দলে নেওয়াই লক্ষ্য লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের। ভারতীয় স্কোয়াডে গোলরক্ষক দেবজিৎ মজুমদার, প্রভাত লাকরা, ডেভিডরা নিশ্চিত। পাশাপাশি দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে নন্দ, গিল, মহেশদের সঙ্গে। এছাড়া আরও বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারকে টার্গেট করেছে টিম ম্যানেজমেন্ট।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ