বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

জুভেন্তাসের থেকে বকেয়া ৮৬ কোটি পাচ্ছেন রোনাল্ডো

তুরিন: দল ছেড়েছেন তিন বছর আগে। তবে আজও জুভেন্তাসের থেকে বেতন পাওনা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। করোনা কালে প্রাপ্য পারিশ্রমিকের অর্থ অবশেষে পেতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। বৃহস্পতিবার ইতালিয়ান ক্লাবটিকে এমনই নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। করোনার জেরে ২০২০-২১ মরশুমে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়েছিল বিশ্ব। বাদ পড়েনি ফুটবল ক্লাবগুলিও। সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিতে ফুটবলারদের বেতনের কিছু অংশ কেটে নেওয়ার কথা জানিয়েছিল জুভেন্তাস। তাতে সম্মতি জানিয়েছিলেন রোনাল্ডো। তবে পরবর্তী কালে বাকি পাওনাও মেটায়নি ক্লাব। আর তাতেই আদালতের দ্বারস্ত হন সিআরসেভেন। তিন বছর পর সেই মামলার রায় দিল রোম আদালত। তবে রোনাল্ডোর দাবি করা অর্থের অর্ধেক মেটাতে বলা হয়েছে। সেই সংখ্যাটাও কম নয়। ১০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬ কোটি টাকা। উল্লেখ্য, ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসের জার্সি গায়ে চাপিয়েছিলেন রোনাল্ডো। সেখানে তিন বছরে জোড়া সিরি’এ খেতাব জেতেন তিনি। তবে ২০২১ সালে জুভেন্তাস ছেড়ে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন সিআরসেভেন। আর বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।

19th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ