বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আর্সেনালকে হারিয়ে সেমি-ফাইনালে বায়ার্ন 

মিউনিখ: আশা জাগিয়েও ইউরোপ সেরার লড়াইয়ে শেষ আটেই থামল আর্সেনালের অভিযান। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে বায়ার্ন মিউনিখের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল গানাররা। ঘরের মাঠে ১-০ গোলে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করল জার্মান ক্লাবটি। জয়সূচক গোলটি জোসুয়া কিমিচের। উল্লেখ্য, এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। প্রত্যাশা ছিল, অ্যাওয়ে ম্যাচে তুল্যমূল্য লড়াই মেলে ধরবে মিকেল আর্তেতা ব্রিগেড। তবে বুধবার এলিয়াঞ্জ এরিনাতে কোনওরকম দাগ কাটতে ব্যর্থ ওডেগার্ডরা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোরেৎস্কার হেড পোস্টে লেগে প্রতিহত না হলে বায়ার্নের জয়ের ব্যবধান বাড়তেই পারত।
ঘরোয়া ফুটবলে মরশুমটা মোটেই ভালো কাটেনি বায়ার্ন নিউনিখের। জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন হ্যারি কেনরা। এরপর বুন্দেশলিগাতে পাঁচ ম্যাচ বাকি থাকতেই তাদের পিছনে ফেলে খেতাব নিশ্চিত করে বেয়ার লেভারকুসেন। দলের এই ব্যর্থতার জেরে মরশুম শেষে দায়িত্ব ছাড়ার কথা আগেই ঘোষণা করেছেন কোচ টমাস টুচেল। তবে বিদায়ের আগে বায়ার্নকে ইউরোপ সেরার লড়াইয়ে শিরোপা এনে দেওয়াই লক্ষ্য তাঁর। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে শুরুতে পিছিয়ে পড়েও একটা সময় ২-১ গোলে এগিয়ে ছিলেন হ্যারি কেনরা। তবে লিয়ান্ড্রো ত্রোসার্ডের গোলে জয় হাতছাড়া হয় তাঁদের। বুধবার ঘরের মাঠে শুরু থেকে আর্সেনাল রক্ষণে চাপ বজায় রেখেছিলেন লেরয় সানেরা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে ব্যর্থ বায়ার্ন অ্যাটাকাররা। বেশ কয়েকবার দলের নিশ্চিত পতন আটকান আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। বিরতির পরেও একইভাবে চাপ বজায় রাখেন হ্যারি কেনরা। ৪৮ মিনিটে গোরেৎস্কার হেড পোস্টে লাগে। তবে ৬৩ মিনিটে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন কিমিচ। গুয়েইরোর পাস থেকে দুরন্ত হেডে জাল কাঁপান তিনি (১-০)। ম্যাচে পিছিয়ে পড়েও ইংলিশ ক্লাবটির খেলায় কোনও তাগিদ লক্ষ করা যায়নি। স্বাভাবিকভাবেই দলের এই পারফরম্যান্সে হতাশ আর্সেনাল কোচ আর্তেতা।

19th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ