বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

 দাপটে গুজরাতকে হারাল পন্থের দিল্লি

আমেদাবাদ: আইপিএল এক আজব মঞ্চ। কখনও ২২৩ রানও কম পড়ছে জেতার জন্য। আবার কখনও একশো রানের গণ্ডিও টপকাতে ব্যর্থ কোনও দল। যেমনটা ঘটল বুধবার মোতেরায়। টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গুজরাত টাইটান্সের ব্যাটিং। আইপিএলের ইতিহাসে এটাই তাদের সর্বনিম্ন স্কোর। জবাবে ৬৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস (৯২-৪)। 
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দিশেহারা হয়ে পড়ে গুজরাত। আসলে দলটির ব্যাটিংয়ের একমাত্র ভরসা ক্যাপ্টেন শুভমান গিল। শুরুতে তিনি ৮ রানে ইশান্তের বলে আউট হতেই চাপে পড়ে যায় দল। ক্রমাগত উইকেট হারানোয় বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। সাই সুদর্শন (১২) কিছুটা লড়ছিলেন। কিন্তু তাঁর রান আউট হওয়া গুজরাতকে আরও বিপাকে ফেলে দেয়। এরপর অনবদ্য প্রয়াসে ডেভিড মিলারকে (২) স্টাম্পড করেন ঋষভ। ধরেন একটি চমৎকার ক্যাচও। রশিদ খান ৩১ রান না করলে লজ্জা আরও বাড়ত গুজরাতের। দিল্লির বোলারদের মধ্যে মুকেশ কুমার সর্বাধিক তিনটি উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালাতে গিয়ে ফ্রেজার (২০) ও পৃথ্বী সাউয়ের (৭) উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। অভিষেক পোড়েল (১৫), শাই হোপ (১৯) সেট হয়েও উইকেট ছুড়ে ফেরেন। ৬৭ রানে ৪ উইকেট পড়ে গেলেও টার্গেট বড় না হওয়ায় জিততে অসুবিধা হয়নি দিল্লির। ভাঙন আটকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন অধিনায়ক পন্থ। ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন তিনি।

18th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ