বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আতলেতিকোর স্বপ্ন চুরমার, শেষ চারে বরুসিয়া ডটমুন্ড

ডর্টমুন্ড: চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে আরও এক প্রত্যাবর্তনের সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে আতলেতিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারিয়ে ১১ বছর পর শেষ চারের টিকিট নিশ্চিত করল বরুসিয়া ডর্টমুন্ড। উল্লেখ্য, প্রথম লেগে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ডিয়েগো সিমিওনে ব্রিগেড। তবে অ্যাওয়ে ম্যাচে রক্ষণের ব্যর্থতায় ডুবতে হল মাদ্রিদের ক্লাবটিকে। এদিন বরুসিয়ার হয়ে স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে জুলিয়ান ব্র্যান্ড, ইয়ান মাতসেন, নিকোলাস ফুলক্রুগ ও মার্সেল সাবিৎজার। আতলেতিকোর একটি গোল অ্যাঞ্জেল কোরিয়ার। অপর গোলটি ম্যাটস হামেলসের আত্মঘাতী। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফল বদলাতেও পারতেন আতলেতিকো অ্যাটাকাররা। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ আলভারো মোরাতা। স্বাভাবিকভাবেই দলের এই হারে হতাশ কোচ সিমিওনে। ম্যাচ শেষে তিনি জানান, ‘ছেলেরা নিজেদের সাধ্য মতো চেষ্টা করেছে। তবে দিনটা আমাদের ছিল না। প্রতিপক্ষকে অভিনন্দন। ম্যাচে ছোটখাট ভুলের খেসারত দিতে হল।’ বরুসিয়া কোচ এডিন টেরজিচ জানান, ‘২০১৩ সালের পর দল ফের চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছল।
বরুসিয়া ডর্টমুন্ড- ৪                           :                     আতলেতিকো মাদ্রিদ- ২
(ব্র্যান্ড, মাতসেন, ফুলক্রুগ, সাবিৎজার)                             (হামেলস, কোরেয়া)

18th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ