বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় বার্সেলোনার

বার্সেলোনা: কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কেউ আবার লজ্জা, হতাশায় জার্সিতে মুখ লুকানোর চেষ্টায় ব্যস্ত। ঘরের মাঠে এভাবে হেরে বিদায় নিতে হবে, তা যেন স্বপ্নেও ভাবেননি বার্সেলোনা ফুটবলাররা। রোমানিয়ার রেফারি ইস্তাবান কোভাসের একটি সিদ্ধান্ত বদলে দিল ম্যাচের ভাগ্য। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে স্তাদিও ওলিম্পিক স্টেডিয়ামে লিড নিয়েও পিএসজি’র কাছে ১-৪ ব্যবধানে বশ মানতে হল বার্সেলোনাকে। দু’লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে টুর্নামেন্টের শেষ চারের টিকিট নিশ্চিত করল প্যারিসের ক্লাবটি। জোড়া গোলে নায়ক কিলিয়ান এমবাপে। পাশাপাশি পিএসজি’র হয়ে স্কোরশিটে নাম তোলেন ওসুমানে ডেম্বেলে ও ভিতিনহা। বার্সার একমাত্র গোলটি রাফিনহার। উল্লেখ্য, প্রথম লেগে ব্রাজিলিয়ান তারকার জোড়া লক্ষ্যভেদে দুরন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছিল জাভি ব্রিগেড। তবে ফিরতি পর্বে একরাশ হতাশা নিয়েই ড্রেসিং-রুমে ফিরতে হল তাঁদের। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে বিধ্বস্ত দেখায় বার্সা শিবিরকে। দলের এই হারের জন্য রেফারিকে কাঠগড়ায় তুললেন কোচ জাভি। একরাশ ক্ষোভ আর বিরক্তির সুরে তিনি বলেন, ‘আরাহুর লাল কার্ডের সিদ্ধান্তই ম্যাচে পার্থক্য গড়ে দিল। গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির এমন দ্বিচারিতা কখনওই মেনে নেওয়া যায় না।’ এদিকে, শুরু-শিষ্যের দ্বৈরথে ছাত্র জাভিকে টেক্কা দিয়ে আপ্লুত এনরিকে। বললেন, ‘ছেলেরা দারুণ লড়াই মেলে ধরল। এই জয়ের জন্য ওদের কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’
চলতি মরশুম শেষেই বার্সাকে বিদায় জানাবেন কোচ জাভি। ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন এই স্প্যানিশ মিডিও। তাই দায়িত্ব ছাড়ার আগে প্রিয় দলকে সাফল্য এনে দিতে বদ্ধপরিকর ছিলেন তিনি। জাভির প্রশিক্ষণে গত কয়েক সপ্তাহ দারুণ ছন্দে ছিল বার্সা। শেষ ১৩ ম্যাচে অপরাজিত থেকে বুধবার খেলতে নেমেছিলেন লিওয়ানডস্কিরা। শুরুটা দারুণ করে তাঁরা। ১২ মিনিটেই দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন রাফিনহা। দু’লেগ মিলিয়ে বার্সার পক্ষে ব্যবধান দাঁড়ায় ৪-২। ২১ মিনিটে লিওয়ানডস্কির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এই পর্বে মনে হয়ছিল, সহজেই ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়বে জাভি-ব্রিগেড। কিন্তু ২৯ মিনিটে বক্সের ঠিক বাইরে বল দখলের লড়াইয়ে পিএসজি’র ব্রাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রোনাল্ড আরাহু। ম্যাচের আধঘণ্টা পেরনোর আগেই আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার অ্যাডভান্টেজ পায় পিএসজি। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় এনরিকে-ব্রিগেড। ৪০ মিনিটে বারকোলার পাস থেকে গোল ডেম্বেলের (১-১)। বিরতির পরেই পিএসজিকে এগিয়ে দেন ভিতিনহা। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে জাল কাঁপান এই তরুণ পর্তুগিজ মিডিও (২-১)। এরপরই রেফারির উপর ক্ষোভ দেখিয়ে লাল কার্ড দেখেন বার্সা কোচ জাভি। ৫৯ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ৩-১ করেন এমবাপে। আর ৮৯ মিনিটে গোল করে দলের শেষ চারের টিকিট নিশ্চিত করেন ফরাসি তারকা (৪-১)।
বার্সেলোনা- ১                 :                পিএসজি- ৪
(দু’লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয়ী পিএসজি)

18th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ