বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আজ হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে মরিয়া ম্যাঞ্চেস্টার সিটি

ম্যাঞ্চেস্টার: ‘ফুটবলে রোজ রোজ চার গোল হয় না। তাই রিয়াল মাদ্রিদকে হাল্কাভাবে নিলে আমাদের ভুগতে হবে। ঘরের মাঠে খেলার সুবিধা আমরা পাব। তবে প্রথম লেগের ফল মনে রেখে লাভ নেই’— বক্তা ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের লড়াইয়ে প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেও ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে চার গোলের মালা পরায় ম্যান সিটি। স্ট্র্যাটেজির লড়াইয়ে অভিজ্ঞ কার্লো আনসেলোত্তিকে হার মানিয়েছিলেন পেপ। চলতি মরশুমে ফের একবার মুখোমুখি ক্লাব ফুটবলের এই দুই সেরা কোচ। এবার ইউরোপ সেরার লড়াইয়ে কোয়ার্টার-ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে রিয়াল ও ম্যান সিটি। শেষ আটের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-৩ গোলে ড্র হয় ম্যাচ। তাই ঘরের মাঠে লড়াইয়ে নামার আগে কিছুটা হলেও অ্যাডভান্টেজে সিটিজেনরা। বিশেষত গতবার এতিহাদ স্টেডিয়ামে চার গোলে জয় বুধবার বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ফোডেন-হালান্ডদের। কোচ গুয়ার্দিওলা অবশ্য ছেলেদের মাটিতে পা রেখেই চলতে বলছেন। তিনি জানেন, কৌলিন্যের নিরিখে তাদের চেয়ে রিয়াল কয়েক যোজন এগিয়ে। বড় মঞ্চে জ্বলে ওঠার সব রসদই রয়েছে আনসেলোত্তি-ব্রিগেডের মধ্যে। সেই কথা মাথায় রেখেই বুধবার ঘরের মাঠে নামবেন ডি ব্রুইনরা।
প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে পিছিয়ে পড়েও একটা সময় ২-১ গোলে লিড নিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে ফের ২-৩ ব্যবধানে পিছিয়ে পড়েও ফেডেরিকো ভালভার্দের গোলে হার বাঁচায় আনসেলোত্তি ব্রিগেড। ঘরের মাঠে জিততে না পারলেও ছেলেদের দুরন্ত লড়াই প্রশংসা কুড়িয়েছিল। অ্যাওয়ে ম্যাচেও সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য রিয়াল কোচের। তাঁর কথায়, ‘প্রথম লেগে জিততে না পারলেও ছেলেদের লড়াই ফিরতি পর্বে আত্মবিশ্বাস বাড়াবে। সব বিভাগেই প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম আমরা।’
চোটের কারণে প্রথম লেগে বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল কেভিন ডি ব্রুইনকে। তবে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে শুরু থেকে মাঠে নামেন বেলজিয়াম তারকা। বুধবারও তাঁকে প্রথম একাদশে রেখেই দল সাজাতে পারেন পেপ। এছাড়া গত ম্যাচে বিশ্রাম পাওয়া কাইল ওয়াকার, জন স্টোন্স, জ্যাক গ্রিলিস ফিরতে চলেছেন। গত কয়েক ম্যাচে গোলের মধ্যে না থাকলেও ইপিএলে লুটন টাউনের বিরুদ্ধে স্কোরশিটে নাম তোলেন আর্লিং হালান্ড। রিয়ালের বিরুদ্ধে ফিরতি লেগের আগে যা অবশ্যই আত্মবিশ্বাস জোগাবে নরওয়ে তারকা স্ট্রাইকারকে। পক্ষান্তর, কার্ড সমস্যায় চুয়োমানিকে ছাড়াই খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। তাঁর পরিবর্তে রক্ষণে শুরু করবেন নাচো। প্রথম লেগে ম্যান সিটি রক্ষণে ত্রাস হয়ে উঠেছিলেন রিয়ালের দুই তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস ও রডরিগো। বুধবার গোলের জন্য আরও একবার এই দুই ফুটবলারের দিকে তাকিয়ে থাকবেন অনুরাগীরা।

 ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে।  
সরাসরি সোনি স্পোর্টস চ্যানেলে।

17th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ