বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

তিন বছর পর ক্লাবের মাঠে খেলতে মুখিয়ে নাওরেমরা
হ্যাটট্রিকের অপেক্ষায় সবুজ-মেরুন ব্রিগেড

সঞ্জয় সরকার, কলকাতা: কলকাতা লিগের শুরুটা দারুণ করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। টানা দু’টি ম্যাচে জয় শুধু নয়, আটবার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন হামতে-নাওরেমরা। গোল হজমের সংখ্যা মাত্র দুই। রবিবার লিগে জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে সবুজ-মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ ডালহৌসি ক্লাব। তবে টানা দু’টি ম্যাচ জিতলেও আত্মতুষ্টিকে বিন্দুমাত্র প্রশ্রয় দিতে নারাজ কোচ বাস্তব রায়। লিগের প্রারম্ভিক পর্বে দলের ভুলত্রুটি শুধরে নেওয়াই তাঁর লক্ষ্য। 
গত ম্যাচে টালিগঞ্জের বিরুদ্ধে শুরুতে গোল হজম করে মোহন বাগান। তাই শনিবার অনুশীলনে রক্ষণ সংগঠনের উপর বাড়তি জোর দেন সবুজ-মেরুন কোচ। এরপর উইং প্লে মজবুত করতে দুই প্রান্ত থেকে একের পর এক ক্রস তুলতে থাকেন নাওরেম, এঞ্জসনরা। ওয়ান টাচে তা লক্ষ্যভেদের চেষ্টা চালান সুহেল-ফারদিনরা। কোচ বাস্তবের কথায়, ‘গত দু’ম্যাচে গোল হজম করেছি ঠিকই। তবে তার জন্য দায়ী মনঃসংযোগের অভাব। আমাদের আরও বেশি সজাগ থাকতে হবে। ঘরের মাঠে খেলা। সমর্থকদের চাপ থাকবে। ছেলেদের বলেছি, খোলা মনে খেলতে। ডালহৌসি দু’টি ম্যাচে অপরাজিত। তাই ওদের হাল্কাভাবে নেওয়ার কোনও প্রশ্ন নেই।’
২০১৯-২০ মরশুমে শেষবার ক্লাবের মাঠে কোনও লিগের ম্যাচ খেলেছিল মোহন বাগান। তারপর কোডিভের কারণে এক বছর লিগ বন্ধ থাকে। গত দু’বার টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি গঙ্গাপাড়ের ক্লাবটি। তবে চলতি মরশুমে ফের ক্লাবের মাঠে ফিরছে দল। রবিবার এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ফুটবলাররাও গ্যালারি ভর্তি দর্শকের সামনে খেলতে মুখিয়ে। এই প্রসঙ্গে নাওরেম জানান, ‘ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পিছনে মোহন বাগান মাঠের অনেক অবদান রয়েছে। এই মাঠে খেলার আনন্দই আলাদা। আশা করছি, সমর্থকদের জয় উপহার দিতে পারব।’ উল্লেখ্য, প্রথমবার ক্লাবের মাঠে খেলতে নামবেন সুহেল ভাট। গত দু’ম্যাচে স্কোরশিটে নাম তোলা কাশ্মীরের এই স্ট্রাইকার স্থানীয় ফুটবলারদের কাছে গ্যালারি ভর্তি দর্শকের উন্মাদনার কথা শুনেছেন। তাই রবিবার মাঠে নামতে তাঁর আর তর সইছে না।
মোহন বাগানের বিরুদ্ধে পয়েন্ট কাড়তে মরিয়া ডালহৌসি। সীমিত শক্তি নিয়েও লড়াই মেলে ধরতে তৈরি মৃদুল বন্দ্যোপাধ্যায়ের ছেলেরা। তাঁর কথায়, ‘লড়াইটা কঠিন। তবে আমরা অবশ্যই জয়ের লক্ষ্যে মাঠে নামব।’
 মোহন বাগান মাঠে খেলা
শুরু বিকেল ৩-৩০ মিনিটে।

16th     July,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ