বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

চোখের জলে ফুটবলকে বিদায় জানালেন ইব্রাহিমোভিচ

মিলান: অবিশ্বাস্য সব গোল রয়েছে তাঁর ঝুলিতে। কঠিন কাজ সহজে করার অপর নামই জ্লাটান ইব্রাহিমোভিচ। দীর্ঘ ২৪ বছরের ঝলমলে ফুটবল কেরিয়ার। একাধিক খবরের শিরোনামে তাঁর নামের সঙ্গে জুড়ে দেওয়া হতো ‘সুপারম্যান’ শব্দ। তবে রবিবারের পর আর দেখা যাবে না সেই অবিশ্বাস্য গোল। দীর্ঘ কেরিয়ারে ইতি টানলেন এই সুইডিশ তারকা। রবিবার সান সিরো স্টেডিয়ামে আবেগতাড়িত কণ্ঠে অবসরের কথা ঘোষণা করার সময় ছলছল করে ওঠে তাঁর চোখ। সমর্থকদের উদ্দেশে বললেন, ‘ফুটবলকে বিদায়, আপনাদের নয়।’
গত কয়েক বছর ফুটবলের মূল স্রোত থেকে কার্যত হারিয়ে গিয়েছিলেন ৪১ বছর বয়সি এই স্ট্রাইকার। চোটের জেরে বেশিরভাগ সময় কাটাতে হয় মাঠের বাইরে। তাই চলতি মরশুম শেষে পাকাপাকিভাবে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ইব্রা। দীর্ঘ ক্লাব কেরিয়ারে আয়াখস, জুভেন্তাস, ইন্তার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, এলএ গ্যালাক্সির জার্সি গায়ে চাপিয়েছেন তিনি। এই পর্বে ৮৬৬ ম্যাচে ৫১১টি গোল রয়েছে তাঁর ঝুলিতে। পাশাপাশি সুইডেনের জাতীয় দলের হয়ে ১২২ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। জাল কাঁপিয়েছেন ৬২বার। ২০১৬ ইউরো কাপের পর আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করেছিলেন ইব্রা। তবে পরের বছরই অবসর ভেঙে ফের দেশের জার্সি গায়ে চাপান।

6th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ