বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

অমরজিৎ, হিমাংশু সহ ১১ জন
ফুটবলারকে ছাড়ল ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন মরশুমের জন্য দল গোছাতে শুরু করেছে আইএসএলের ক্লাবগুলি। তবে সেই দৌড়ে বাকি দলগুলির তুলনায় কিছুটা হলেও পিছিয়ে ইস্ট বেঙ্গল। বেশ কয়েকজন ফুটবলারের নাম হাওয়ায় ভাসলেও, এখনও দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এরইমধ্যে শনিবার গত মরশুমের স্কোয়াড থেকে চার বিদেশি সহ ১১ জন ফুটবলারকে রিলিজ করল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। এঁদের মধ্যে উল্লেখযোগ্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের অধিনায়ক অমরজিৎ কিয়াম, হিমাংশু জাংড়া, সেমবই হাওকিপ, কাইরিয়াকৌউ. সুমিত পাসি, জ্যাক জার্ভিস ও অ্যালেক্স লিমা। উল্লেখ্য, আই লিগের ক্লাব দিল্লি এফসি থেকে লিয়েনে গতবার ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছিলেন হিমাংশু। তবে খুব বেশি ম্যাচে খেলার সুযোগ পাননি। রিজার্ভ দলের হয়ে অবশ্য বেশ কয়েকটি ম্যাচে নজর কাড়েন তিনি। তাই তরুণ এই স্ট্রাইকারকে পাকাপাকিভাবে দলে নিতে চেয়েছিলেন লাল-হলুদ কর্তারা। তবে ট্রান্সফার ফি বাবদ বিপুল অর্থের সামনে হার মানতে হয় তাঁদের। ১১ জনকে রিলিজ করা হলেও নতুন ফুটবলারের নাম কবে ঘোষণা হবে, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, মন্দার রাও দেশাইয়ের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। 
এদিকে, প্রথম মহিলা আইএফএ শিল্ড জয়ের জন্য ফুটবলারদের এক লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করল ক্লাব। এই টাকা আগামী দিনে ফুটবলারদের ক্রীড়া সরঞ্জাম কেনার জন্য ব্যবহৃত হবে।

4th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ