বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রূপকথা নয়, জাদেজা বাস্তবের নায়ক
মন্তব্য কোচ ফ্লেমিংয়ের

আমেদাবাদ: চেন্নাই সুপার কিংসের ঐতিহাসিক জয়। গুজরাত টাইটান্সকে শেষ ওভারে হারিয়ে পঞ্চমবার আইপিএল ট্রফি উঠল মহেন্দ্র সিং ধোনির হাতে। তবে ক্যাপ্টেন কুলের মুকুটে যুক্ত হওয়ার নতুন পালকটির পিছনে বড় অবদান থাকল রবীন্দ্র জাদেজার। শেষ ওভারের প্রথম চার বলে তিন রান দেন অভিজ্ঞ মোহিত শর্মা। উল্কার গতিতে তখন বাড়ছে আস্কিং রেট। সকলেই ধরে নিয়েছেন, হার্দিকের দ্বিতীয়বার কাপ তোলা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু না। যাবতীয় ধারণাকে সবরমতীর জলে আছড়ে ফেললেন জাড্ডু। শেষ দু’টি বলে ১০ রান সহজেই হাঁকিয়ে জয়ের কড়ি জোগাড় করে ফেললেন তিনি। সকলেই জাদেজার এই ম্যাচ উইনিং ইনিংসকে রূপকথার আখ্যা দিয়েছেন। কিন্তু ভিন্ন মত দলের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের। চেন্নাই অলরাউন্ডারের এই দুরন্ত ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ  কিউই কোচ বলেন, ‘খেলায় রূপকথা হয় না। জাড্ডু রিয়াল হিরো। গত ১৮ মাস কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে জাদেজা। অস্ত্রোপচারের পর সেরা ছন্দে ফেরা সহজ নয়। তা সত্ত্বেও সেরাটা মেলে ধরতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি। ভারতীয় টেস্ট দলেও ফিরেছে। আর চেন্নাইয়ের কাছে তো ও অপরিহার্য।’
এক প্রশ্নের উত্তরে ফ্লেমিংয়ের মন্তব্য, ‘চেন্নাইয়ের ইতিহাসে শেষ বলে ফাইনাল হারার রেকর্ড রয়েছে। তাই গোটা দল মানসিকভাবে তৈরি ছিল। জাদেজার ছক্কার পরেও উৎকণ্ঠা কাটেনি। কিন্তু বাউন্ডারির পর প্রত্যেকে উৎসবে মেতে ওঠে। নামের প্রতি সুবিচার করেছে ও।’

31st     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ