বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বৃষ্টিতে নিষ্পত্তি হল না তৃতীয়
ওডিআই, সিরিজ কিউয়িদের

ক্রাইস্টচার্চ: আর দু’ওভার খেলা হলেই পরাজয় নিশ্চিত ছিল ভারতের। কিন্তু বৃষ্টিই বাঁচিয়ে দিল শিখর ধাওয়ানের দলকে। ২২০ রানের লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ড যখন ১৮ ওভারে এক উইকেটে ১০৪, তখনই নামে বৃষ্টি। খেলা আর শুরু হয়নি। সেই সময় ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫০ রানে এগিয়ে ছিল হোমটিম। কিন্তু কিউয়ি ইনিংসের মেয়াদ কুড়ি ওভার না হওয়ায় সেই নিয়ম গ্রাহ্য হয়নি। ফলে, এই ম্যাচ নিষ্ফলা থেকে গেল। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ তাই ১-০ ব্যবধানে জিতল কেন উইলিয়ামসনের দল।
সফর শুরু হয়েছিল বৃষ্টিতে ম্যাচ বানচাল হওয়া দিয়ে। তিন ম্যাচের টি-২০ সিরিজে মাত্র একটি ম্যাচই পুরো হয়েছিল। একদিনের সিরিজেও তাই ঘটল। দুই সিরিজ মিলিয়ে মাত্র দুটো ম্যাচ পুরো মেয়াদের হয়েছে। ফলে নতুনদের দেখে নেওয়ার লক্ষ্য পূর্ণ হল না টিম ম্যানেজমেন্টের।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারেই দাঁড়ি পড়ে ভারতের ইনিংসে। সর্বাধিক ৫১ করেন ওয়াশিংটন সুন্দর। তিন নম্বরে নেমে শ্রেয়স আয়ারের ব্যাটে এল ৪৯। কিন্তু এই দু’জন ছাড়া কেউ রান পেলেন না। অধিনায়ক শিখর (২৮), শুভমান গিল (১৩), দীপক হুদা (১২), ঋষভ পন্থ (১০), সূর্যকুমার যাদব (৬)— কেউ বড় রান পেলেন না। ভারতীয় বোলিংও ছিল সাদামাটা। ওপেনিংয়েই ৯৭ রান তুলে ফেলে কিউয়িরা। ফিন অ্যালেন (৫৭) ও  ডেভন কনওয়ে (অপরাজিত ৩৮) টানেন দলকে। অ্যালেনকে শেষ পর্যন্ত ফেরান উমরান মালিক। তার কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি।
নিউজিল্যান্ড থেকেই দলের অনেকে যাবেন বাংলাদেশে। সেখানে রবিবার শুরু তিন ম্যাচের ওডিআই সিরিজ। শিখর বলেছেন, ‘ওখানে সব সিনিয়র দলে ফিরছে। বিশ্বকাপের লক্ষ্যে দল গড়ার কাজটা ওখান থেকেই শুরু।’

1st     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ