বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

গোল না পেলেও আলোচনার
কেন্দ্রে রোনাল্ডোই

এক এবং অদ্বিতীয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
গোল করলে স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। তাঁর উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গি এখন পর্তুগালের ‘জাতীয় উৎসব’। কিন্তু লক্ষ্যভেদ না করেও কীভাবে বিতর্কের ভরকেন্দ্রে থাকা যায় তা সম্ভবত একমাত্র তিনিই জানেন। সোমবার লুসেইল স্টেডিয়ামে পর্তুগালের ম্যাচ, থুড়ি রোনাল্ডোর খেলা দেখতে এসেছিলেন প্রচুর আর্জেন্তাইন সমর্থক। খেলা শেষে প্রত্যেকেই সিআরেসেভেনের সমালোচনায় মুখর। মেসির নামাঙ্কিত জার্সি গায়ে চাপিয়ে একজন তো বলেই ফেললেন, ‘রোনাল্ডো জানত, বল ওর মাথায় লাগেনি। তা সত্ত্বেও ওরকম সেলিব্রেশনে মাতল!’ একটু থেমে তাঁর প্রশ্ন, ‘কেন এমন করল জানেন?’ কিছু বলার আগেই তাঁর বিশ্লেষণ, ‘ম্যান ইউতে এই ব্রুনোর সঙ্গেই সমস্যা হয়েছিল রোনাল্ডোর। তাই গোলের কৃতিত্ব ওকে দিতে চায়নি। আমাদের মেসি হলে কিন্তু কখনও এমন কাজ করত না।’
সম্পূর্ণ ভুল বললেন আর্জেন্তাইন ভদ্রলোক। আসলে মেসির চিরপ্রতিদ্বন্দ্বীকে খাটো করে দেখাই যে তাঁদের অভ্যাস। ম্যাচ শেষে মাঠের মধ্যে রোনাল্ডোর আলিঙ্গনে ব্রুনোর তৃপ্তিসুখের হাসি তিনি দেখেননি। জানেনই না, দেশের প্রতি সিআরসেভেনের দায়বদ্ধতা কতখানি। উরুগুয়ের বিরুদ্ধে প্রথম গোল নিজের নামে করতে চেয়েছেন বলে অনেকেই পর্তুগিজ মহাতারকার সমালোচনায় মুখর। কিন্তু এটা ভাবুন তো, রোনাল্ডো না লাফালে কি ব্রুনোর নিরীহ সেন্টার বিপক্ষ গোলরক্ষকের ধরতে অসুবিধা হতো? বক্সের মধ্যে আসা প্রতিটি বলের জন্যই রোনাল্ডো ঝাঁপান। বিপক্ষের হিংস্র বুটের ডগায় নিঃশর্তে জীবন বাজি রাখতে পারেন। এমনি এমনি তো আর তিনি এই জায়গায় পৌঁছননি। 
ফিফার ওয়েবসাইটে প্রথমে গোলটি রোনাল্ডোর নামের পাশে বসানো হয়েছিল। কিন্তু পরে ভুল শুধরে নেওয়া হয়। ম্যাচ শেষে পর্তুগাল শিবির দাবি করে, গোলটি রোনাল্ডোরই। কিন্তু প্রযুক্তি ব্যবহারের পর ফিফা স্পষ্ট জানায়, বলের সঙ্গে বিন্দুমাত্র টাচ হয়নি তাঁর। এই প্রসঙ্গে ব্রুনো ফার্নান্ডেজ জানিয়েছেন, ‘প্রত্যেকের মতো আমিও ভেবেছিলাম, রোনাল্ডোর মাথা ছুঁয়েই বল জালে জড়িয়েছে। সত্যি কথা বলছি, ওকে লক্ষ্য করেই আমি সেন্টার তুলেছিলাম। যাই হোক, কে গোল পেল তা নিয়ে আমরা কেউই চিন্তিত নই। গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে, এটাই বড় কথা।’
সবকিছু ঠিকঠাক চললে রাউন্ড অব সিক্সটিনে পর্তুগালের প্রতিপক্ষ সুইৎজারল্যান্ড কিংবা সার্বিয়া। তাই গ্রুপ-এইচ’এর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করতে পারেন কোচ ফার্নান্দো স্যান্টোস। তবে গ্রুপ শীর্ষে থেকেই তিনি নক-আউটের প্রথম ম্যাচ খেলতে চান। কারণ, গ্রুপে দ্বিতীয় হলেই ব্রাজিলের মুখোমুখি হতে হবে পর্তুগালকে। এই প্রসঙ্গে স্যান্টোসের মন্তব্য, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। ব্রাজিলকে এড়ানো নয়।’
 উরুগুয়ের বিরুদ্ধে রোনাল্ডোর উচ্ছ্বাস (উপরে)। বিতর্কিত গোলের ছবির কোলাজ (নীচে)।

30th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ