বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ছন্দে ফিরতে মরিয়া ডি ব্রুইন
 

দোহা: তিরিশের ঘরে একাধিক ফুটবলার। অনেকের হয়তো এটাই শেষ বিশ্বকাপ। ডে ব্রুইন, ইডেন হ্যাজার্ড,  থিবো কুর্তোয়ারা তাই যে কোনও মূল্যে জিততে চাইছেন কাপ। রবিবার ‘এফ’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের সামনে মরক্কো। প্রথম ম্যাচে কানাডাকে ১-০ ব্যবধানে হারিয়ে ভালো জায়গায় রয়েছেনডে ব্রুইনরা।
ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের পরেই দু’নম্বরে অবস্থান করছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়া বেলজিয়াম। তবে এনজো শিফোর দেশের এখনও বড় কোনও আন্তর্জাতিক সাফল্য নেই। অধরা বিশ্বকাপ দেশে নিয়ে যেতে বদ্ধপরিকর তারা। কোচ রবার্তো মার্টিনেজ বলছেন, ‘কানাডার বিরুদ্ধে জিতলেও আমরা ভালো খেলতে পারিনি। দায়িত্বে আসার পর আমার দেখা ওটাই ছিল সবচেয়ে খারাপ পারফরম্যান্স। তবে মরক্কোর বিরুদ্ধে নতুনভাবে শুরু করতে চাই।’ নির্ভরযোগ্য স্ট্রাইকার রোমেলু লুকাকুকে গ্রুপ লিগে পাওয়ার সম্ভাবনা কম। তবে বেলজিয়ান মিডিয়ার একাংশের দাবি, রবিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন লুকাকু। মিডফিল্ডার কেভিন ডে ব্রুইন সেরা ছন্দে ফিরতে মরিয়া। ম্যাঞ্চেস্টার সিটির মিডফিল্ডার প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে ভালো খেলতে পারেননি। তবুও তিনি ম্যাচের সেরার সম্মান পেয়েছিলেন। যার জন্য এখনও তাঁর বিস্ময়ের ঘোর কাটেনি। ব্রুইন বলছেন, ‘জানি না, আমাকে কেন ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হল! হয়তো আমার নামের ওজনকে বিচারকরা প্রাধান্য দিয়েছেন। আমি মোটেই ভালো খেলতে পারিনি। মরক্কোর বিরুদ্ধে সেরাটা দিতে চাই।’
২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে প্রথম ম্যাচে আটকে দিয়েছিল মরক্কো। সেই আত্মবিশ্বাস থেকে কোচ ওয়ালিড রেগরাগুই বলছেন, ‘আমাদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুক বেলজিয়াম। খুব কম সময়ের প্রস্তুতিতে আমরা কাতারে এসেছি। তবুও ভালো কিছু করার স্বপ্ন নিয়ে এগচ্ছি। গত ম্যাচে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার মডরিচকে সুবিধা করতে দিইনি। এবার বেলজিয়ামের মাঝমাঠকেও ভোঁতা করে দেওয়াই লক্ষ্য।’

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ