বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সিরিজ নির্ণায়ক ম্যাচে বোলিংই
চিন্তায় রাখছে ভারতীয় দলকে

হায়দরাবাদ: মোহালিতে চার উইকেটে জয় দিয়ে সিরিজে অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে শুক্রবার নাগপুরে আট ওভারের ম্যাচে ছয় উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। রবিবার হায়দরাবাদে তিন ম্যাচের টি-২০ সিরিজের নির্ণায়ক ম্যাচ। রোহিত শর্মা, অ্যারন ফিনচের মধ্যে কার হাতে উঠবে ট্রফি, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। শুধু সিরিজ জয়ই নয়, টি-২০ বিশ্বকাপের আগে মনোবল বাড়িয়ে নেওয়ার তাগিদ থাকবে দুই শিবিরে।
এই সিরিজে ভারতের বোলিং নিয়ে প্রকট হয়েছে চিন্তা। চোট সারিয়ে ফেরা হার্শল প্যাটেল একেবারে ছন্দে নেই। দুই ম্যাচে ছয় ওভারে তিনি দিয়েছেন ৮১ রান। পাননি কোনও উইকেট। লেগস্পিনার যুজবেন্দ্র চাহালও ভরসা দিতে পারেননি। ১২.৪৬ ইকনমি রেটে ৫৪ রান দিয়েছেন তিনি। ভুবনেশ্বর কুমার মোহালিতে চার ওভারে দিয়েছিলেন ৫২ রান। নাগপুরে তাঁকে প্রথম এগারোর বাইরে রেখেই নামে ভারত। ৮ ওভারের ম্যাচ বলে চার বিশেষজ্ঞ বোলারে নেমেছিল নীল জার্সিধারীরা। হায়দরাবাদে তাই কম্বিনেশন বদলাতে পারে। গত ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া ঋষভ পন্থের পরিবর্তে দলে ফিরতে পারেন ভুবি। আবার রবিচন্দ্রন অশ্বিন বা দীপক চাহারকেও দেখে নিতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। তবে তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছেন অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরাহ। বাকি বোলারদের ব্যর্থতা অনেকটাই ঢাকতে সমর্থ তাঁরা। বাঁহাতি স্পিনার অক্ষর যখনই সুযোগ পাচ্ছেন, নিজেকে প্রমাণ করছেন। রান আটকানোর পাশাপাশি নিচ্ছেন উইকেটও।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতে ভারতের সিরিজে সমতা ফেরানোর নেপথ্যে বড় ভূমিকা ছিল অধিনায়ক রোহিতের। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদেই চার বল বাকি থাকতে জিতে যায় ভারত। তবে লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া রান পাননি। বিরাট এই সিরিজে ফের ব্যর্থ। দুই ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১৩! তবে ফিনিশারের ভূমিকায় দীনেশ কার্তিক ভরসা দিয়েছেন দলকে। শেষ ওভারে পরপর দুটো বাউন্ডারি মেরে জিতিয়ে ফেরেন তিনি।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে স্বস্তি দিচ্ছে ম্যাথু ওয়েডের ফর্ম। আক্রমণাত্মক মেজাজে রয়েছেন তিনি। অধিনায়ক অ্যারন ফিনচও গত ম্যাচে চালিয়ে খেলেছেন। ক্যামেরন গ্রিন, টিম ডেভিড রান পেয়েছেন। তবে বোলিংয়ে জস হ্যাজলউড, প্যাট কামিন্সরা রান আটকাতে পারছেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে সিরিজ পকেটে পুরতে চাইছেন রোহিত-বিরাটরা।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

25th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ