বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

শেষ ম্যাচে ঝুলনকে জয়
উপহার হরমনপ্রীতদের

লর্ডস: বিদায়বেলায় আবেগে ভাসলেন ঝুলন গোস্বামী। ঐতিহ্যশালী লর্ডসে সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়লেন তিনি। দাঁড়ি পড়ল দুই দশকের বর্ণময় কেরিয়ারে। শেষ আন্তর্জাতিক ম্যাচে সঙ্গী হল ইংল্যান্ডকে একদিনের সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করার তৃপ্তি। এদিন টানটান উত্তেজনার মধ্যে জয় এল ১৬ রানে। তবে প্রতিপক্ষের শেষ উইকেট ফেলতে গিয়ে আশ্রয় নিতে হল মানকাডিংয়ের। নন-স্ট্রাইকার এন্ড ছেড়ে বেরিয়ে যাওয়া চার্লি ডিনকে (৪৭) বিতর্কিত আউটে ফেরান দীপ্তি শর্মা। তাতে অবশ্য ঝুলন আবেগে ভাটা পড়েনি।
গর্বের জয়ের দিনে উজ্জ্বল বাংলার বর্ষীয়ান পেসার। দশ ওভারে ৩০ রানের বিনিময়ে দুটো মেডেন সহ জোড়া উইকেট নিলেন ঝুলন। মহিলাদের ওডিআইতে ১০ হাজার ডেলিভারির রেকর্ডও গড়লেন তিনি। ম্যাচের আগে ‘চাকদহ এক্সপ্রেস’কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। ‘গার্ড অব অনার’ জানায় প্রতিপক্ষ। 
টস হেরে ব্যাট করতে নেমে ১৬৯ রানেই থেমে গিয়েছিল ভারত। দীপ্তি (অপরাজিত ৬৮), স্মৃতি মান্ধানা (৫০) ও পূজা বস্ত্রকার (২২) ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি। জবাবে ৪৩.৩ ওভারে ১৫৩ রানে থামে ইংল্যান্ড। ভারতের রেনুকা সিং নেন চারটি উইকেট। 
ঝুলনকে তাঁর বর্ণোজ্জ্বল কেরিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের ঝুলন দেশকে গর্বিত করেছে।’

25th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ