বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বোলিংয়ে রোগ সারাতে ভরসা বুমরাহ
সমতা ফেরানোর লক্ষ্যে রোহিতরা

নাগপুর: টি-২০ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাসখানেক। তার আগে ডেথ ওভারে ভুবনেশ্বর কুমারদের পারফরম্যান্স রাতের ঘুম কাড়ছে ভারতীয় শিবিরের। মোহালিতেও কাঁটা হয়ে উঠেছিল বোলিং ব্যর্থতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার দ্বিতীয় ওয়ান ডে’তে সেই রোগের নিরাময় করাই বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। অন্যদিকে, ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অ্যারন ফিনচদের সামনে সিরিজ জয়ের হাতছানি। তাই সিরিজে সমতা ফেরানোর তাগিদ থাকবে রোহিত শর্মাদের। জয়ে ফিরতে চোটমুক্ত যশপ্রীত বুমরাহর দিকে তাকিয়ে ভারত অধিনায়ক।
মোহালিতে চার ওভারে ৫২ রান দিয়েছেন ভুবনেশ্বর। পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ তিনটি ম্যাচে ১৯তম ওভারে বল করেছেন তিনি। আর এই তিন ওভারে খরচ করেছেন মোট ৪৯ রান। যার মধ্যে অজিদের বিরুদ্ধে মঙ্গলবার ভুবি সহ ভারতের পেসাররা ১২ ওভারে দিয়েছেন ১৫০ রান। লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকেও আগের ছন্দে দেখা যাচ্ছে না। মোহালিতে ১২.৬০ ইকনমি রেটে ৪২ রান দিয়েছেন তিনি। গত কয়েক ম্যাচে রানের গতি আটকাতে পারছেন না তিনি। মিডল ওভারে উইকেট তুলতেও ব্যর্থ যুজি, যা চাপে ফেলছে বোলিং বিভাগকে। তবে অধিনায়ক রোহিতকে কিছুটা স্বস্তি দিয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি টের পেতে দেননি তিনি। তিন উইকেট নিয়ে অজি ইনিংসকে পাল্টা চাপে ফেলে দিয়েছিলেন অক্ষর। চার ওভার হাত ঘুরিয়ে দেন মাত্র ১৭ রান। ভারতীয় বোলিংয়ে একমাত্র ইতিবাচক দিক তিনিই। ক্রিকেট মহল মনে করছে, এই আবহে উমেশ যাদবের পরিবর্তে বুমরাহর দলে ফেরা পাল্টে দিতে পারে বোলিং ব্রিগেডের নকশা। ডেথ ওভারে তাঁর ইয়র্কার দেওয়ার ক্ষমতা নিশ্চিতভাবেই তীক্ষ্ণতা বাড়াবে। তবে তিনি কতটা ফিট, সেদিকে চোখ থাকবে সবার। হার্শল প্যাটেলের জায়গায় দীপক চাহারকেও দেখে নিতে পারেন কোচ রাহুল দ্রাবিড়।
তুলনায় ব্যাটিং কিছুটা স্বস্তি এনেছে ভারতীয় ড্রেসিংরুমে। শুরুতে রোহিত, বিরাট কোহলির মতো হেভিওয়েটরা ফিরে গেলেও আক্রমণাত্মক শট খেলতে দ্বিধা করেননি ব্যাটসম্যানরা। লোকেশ রাহুলকে দেখা গিয়েছে পুরনো মেজাজে। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াও বড় শট নিয়েছেন একের পর এক। সম্ভব হয়েছে দুশোর গণ্ডি অতিক্রম। তবে ফিনিশার দীনেশ কার্তিকের ব্যাটে শুক্রবার রান দেখতে চাইছে দল। পাশাপাশি, রোহিত, বিরাটের ব্যাটেও ঝড়ের অপেক্ষায় ভক্তরা। অন্যদিকে, তেল খাওয়া মেশিনের মতো দেখিয়েছে অজি ব্যাটিং। তাই ভারতীয় বোলারদের কাজটা সহজ হবে না।
এদিকে, শুক্রবারের দ্বৈরথে বাধা হয়ে উঠতে পারে প্রকৃতি। গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে নাগপুরে। বৃহস্পতিবার অনুশীলনই করতে পারল না দু’দল। শুক্রবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। 
সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে।

23rd     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ