বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ইস্ট বেঙ্গল জার্সি গায়ে চাপাতে
মুখিয়ে সাইপ্রাসের ডিফেন্ডার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চারালাম্বোস কাইরিয়াকোউ! ইস্ট বেঙ্গলের এই নতুন বিদেশির নাম উচ্চারণে হোঁচট খাওয়াটাই স্বাভাবিক। তবে শনিবার সকালে শহরে পা রেখেই সাইপ্রাসের ডিফেন্ডার জানিয়ে দিলেন তাঁকে সবাই হ্যারিস নামেই ডাকে। দীর্ঘ বিমানযাত্রার জন্য তাঁর চোখেমুখে জেট ল্যাগের ছাপ। তারমধ্যেই বিমানবন্দরে দাঁড়িয়ে ক্লাবকে সাফল্য এনে দেওয়ার কথা শোনা গেল হ্যারিসের মুখে। তিনি বলেন, ‘ভারতের অন্যতম সেরা ক্লাব ইস্ট বেঙ্গল। শতবর্ষ পার করা এই ক্লাবের গরিমা সম্পর্কে খোঁজ নিয়েই কলকাতায় এসেছি। ঐতিহ্যের লাল-হলুদ জার্সি গায়ে চাপানোর জন্য মুখিয়ে আছি।’ নতুন মরশুমে তাঁর লক্ষ্য কী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি জিততে পছন্দ করি। সাফল্য এনে দেওয়াই প্রধান লক্ষ্য। ইস্ট-বেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাতে সেরাটা উজাড় করে দেব।’
এমনিতে ইস্ট বেঙ্গল, মোহন বাগান বা মহমেডানের বিদেশি ফুটবলাররা এলে বিমানবন্দর চত্বরে ভিড় জমান অনুরাগীরা। তবে এদিন তেমন ছবি দেখা গেল না। ক্লাবের কয়েকজন প্রতিনিধি গিয়েছিলেন চারালাম্বোসকে স্বাগত জানাতে। উল্লেখ্য,৩২ বছরের এই ফুটবলার মূলত রাইট-ব্যাক পজিশনে খেলেন। প্রয়োজনে সেন্ট্রাল ডিফেন্ডারের দায়িত্বও সামলানোর ক্ষমতা রয়েছে। গ্রিসের ওমোনিয়া ক্লাবে তাঁর ফুটবল কেরিয়ারের শুরু। এরপর ডোক্সা কাটোকপিয়াস, ইথনিকস আচনা ও লিমাসোলের জার্সি গায়ে চাপিয়েছেন। পাশাপাশি সাইপ্রাসের জাতীয় দলের হয়েও ১১টি ম্যাচ খেলেছেন তিনি। চারাম্বোলাসের যোগদানে নিশ্চিতভাবে দলের ডিফেন্স শক্তিশালী হল।

14th     August,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ