বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বিশ্বকাপই লক্ষ্য কার্তিকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের প্রত্যাবর্তন জাতীয় দলে। আইপিএলে ভালো খেলার পুরস্কার। উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক যাকে বলছেন, স্পেশাল কামব্যাক। জাতীয় দলে তাঁর কেরিয়ার শুরু ২০০৪ সালে। তারপর দীর্ঘ বিরতি। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকালের লাইফ পার্টনার। যা শুরু ৯ জুন। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটার র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র অফিসিয়াল পেজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার ক্রিকেট জীবনের স্মরণীয় মুহূর্ত। বিশেষ কামব্যাকও বলতে পারেন। কারণ, ক্রিকেট জগতের অনেক মানুষের আমার প্রতি প্রত্যাশা তৈরি হয়েছিল। তা পূরণ করতে পেরে ভালো লাগছে। জানতাম, আইপিএলে নিজেকে প্রমাণ করতে পারলে নির্বাচকরা জাতীয় দলে আবার ডাকবেন। দেশের হয়ে সেরাটা দিতে মুখিয়ে রয়েছি।’ উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপে ভারতের জার্সিতে শেষ খেলেছেন দীনেশ কার্তিক। 
এবার আইপিএলে আরসিবি’র হয়ে দীনেশের খেলা ক্রিকেটপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ফিনিশার হিসেবে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আইপিএলের শুরু থেকেই ঠিক করে নিয়েছিলাম, দল আমার থেকে যা চাইছে তা দিতেই হবে। ফিনিশার হিসেবে আরসিবি’তেই প্রতিষ্ঠা পেলাম। এ এক দারুণ অনুভূতি। এবার আমার লক্ষ্য, এবছরের শেষে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেলা।’

25th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ