বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

চোটের কারণে ছিটকে
গেলেন অজিঙ্কা রাহানে

 

মুম্বই: প্যাট কামিন্সের পর অজিঙ্কা রাহানে। চোটের জন্য কলকাতা নাইট রাইডার্সের আরও এক ক্রিকেটার ছিটকে গেলেন চলতি আইপিএল থেকে। যার জেরে বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে নামার আগে প্রথম এগারো নিয়ে ফের ধন্দে নাইট শিবির।
জানা গিয়েছে, হ্যামস্ট্রিংয়ে গ্রেড থ্রি চোট পেয়েছেন রাহানে। শনিবার পুনেতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় এই চোট পান তিনি। সোমবার সন্ধ্যায় কলকাতার জৈব সুরক্ষা বলয় ছেড়ে গিয়েছেন রাহানে। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলবে তাঁর। সে জন্য চার সপ্তাহ তাঁকে সেখানে থাকতে হতে পারে। ফলে, জুলাইয়ে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টেও অনিশ্চিত তিনি। অবশ্য কয়েক মাস আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের দলে তাঁকে রাখেননি নির্বাচকরা।
৩৩ বছর বয়সি রাহানে এবারই প্রথম কেকেআরের জার্সি গায়ে চাপিয়েছেন। কিন্তু তাঁর ব্যাটে তেমন রান আসেনি। সাত ম্যাচে করেছেন মাত্র ১৩৩। একবারও পঞ্চাশের গণ্ডি টপকাননি। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৪ বলে ২৮ করেন তিনি। রাহানেকে ওপেনিংয়ে রেখেই মরশুমের শুরুতে খেলছিল কেকেআর। কিন্তু পরে বেশ কয়েকটি ম্যাচে ডাগ-আউটে বসেন তিনি। রাহানে ছিটকে যাওয়ায় লখনউয়ের বিরুদ্ধে ফিনচকে ওপেনিংয়ে ফেরাতে পারে কেকেআক। সেক্ষেত্রে বাইরে থাকবেন স্যাম বিলিংস। কিপার হিসেবে দলে আসবেন শেল্ডন জ্যাকসন। প্লে-অফে ওঠার ‘গাণিতিক আশা’ টিকিয়ে রাখার জন্য বুধবার জিততেই হবে কলকাতাকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। শ্রেয়সরা অবশ্য তা ভাবছেন না। লখনউকে হারানোই এখন তাঁদের একমাত্র লক্ষ্য।

17th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ