বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ফরাসি ওপেনেও খেলা
অনিশ্চিত জকোভিচের

মেলবোর্ন: ‘ভ্যাকসিন নেব না’। এই গোঁ কতদিন ধরে রাখবেন নোভাক জকোভিচ? এটাই এখন বড় প্রশ্ন বিশ্ব টেনিস মহলে। এর উত্তরের উপর নির্ভর করছে জোকারের টেনিস ভবিষ্যৎ। সার্বিয়ান তারকা দুবাই থেকে বেলগ্রেড বিমানবন্দর হয়ে সোমবারই বাড়ি পৌঁছেছেন। রবিবারই তিনি অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য হন। আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে পরিকল্পনা করবেন তিনি। কিন্তু  আগামী মে মাসে ফরাসি ওপেনে নোভাকের খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে। প্রতিযোগিতার আয়োজকরা চাইছেন, নোভাকের ক্ষেত্রে ভ্যাকসিনের নিয়মে ছাড় দেওয়া উচিত। কিন্তু ফ্রান্সের ক্রীড়া মন্ত্রক সাফ জানিয়েছে, ভ্যাকসিন সংক্রান্ত যে আইন তৈরি হয়েছে তা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। ফরাসি ওপেনে সাধারণ দর্শক থেকে খেলোয়াড়, সবাইকে টিকা নেওয়ার প্রমাণপত্র দেখিয়ে হেলথ পাস সংগ্রহ করতে হবে। সোমবার ফ্রান্সে টিকা সংক্রান্ত একটি আইন চালু হয়েছে। সেই অনুযায়ী রেস্তরাঁ, ক্যাফে, সিনেমা হল, দূরপাল্লার ট্রেনের মতো জনবহুল জায়গায় প্রবেশের জন্য টিকার সার্টিফিকেট প্রয়োজন। নোভাক যদি টিকাকরণের শংসাপত্র দেখাতে না পারেন তাহলে তাঁর ফ্রান্সে আসার ভিসাও অনুমোদিত হবে না। অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক-কাণ্ড দেখে ফ্রান্সের সরকার সতর্ক। আইনি ব্যাপারে তারা আর কোনওরকম ফাঁক রাখতে নারাজ।

18th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ