বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

কোহলির সিদ্ধান্তে
হতবাক রোহিত

নয়াদিল্লি: বিরাট কোহলির টেস্ট দলের নেতৃত্ব ছাড়াটাই এখন ক্রিকেট মহলের হট-টপিক। শনিবার সন্ধ্যা থেকেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেকেই ভিকের এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন। সেই তালিকায় রয়েছেন সতীর্থ রোহিত শর্মাও। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে যাওয়া হিটম্যান ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘আমি হতবাক। তবে ভারত অধিনায়ক হিসেবে যাবতীয় সাফল্যের জন্য ওকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।’
বিরাটের নেতৃত্ব ছাড়া নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। টুইটারে তিনি লিখেছেন, ‘ক্রিকেটে অধিনায়কের কথা উঠলেই তাদের পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়। তোমার নেতৃত্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় সাফল্যের কথা ক্রিকেটপ্রেমীরা মনে রাখবে। হার-জিত খেলার ফলাফল ছাড়া কিছু নয়। গুরুত্বপূর্ণ ব্যাপার হল, তুমি এই সাফল্যের বীজ অত্যন্ত যত্নসহকারে বপন করেছ। সেইসঙ্গে আমাদের কাছে প্রত্যাশার একটা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছ। পরবর্তী অধিনায়কদের জন্য একটা বেঞ্চমার্ক সেট করে গেলে তুমি। এখান থেকে ভবিষ্যতের নেতারা শুধু সামনের দিকে এগনোর কথাই চিন্তা করবে।’ বিরাটের ছোটবেলার বন্ধু ইশান্ত শর্মাও আবেগ চেপে রাখতে পারেননি। তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমাদের অনেক স্মৃতি রয়েছে। তখন হয়তো ভাবিনি যে, একদিন জাতীয় দলে তোমার নেতৃত্বে খেলব। একশো টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করব। আমার এখনও মনে আছে, ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তুমি বলেছিলে, বিদেশের মাটিতেও জিততে হবে। সেবার হয়তো আমরা পারিনি। তবে পরে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে জিতে দেখিয়েছি। ভারতের সবচেয়ে সফল অধিনায়ককে অনেক অভিনন্দন।’ বিরাট কোহলির নেতৃত্বে ভারতের পেস বিভাগের দারুণ উন্নতি হয়েছে। যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামিরাও নেতা কোহলিকে আবেগঘন বিদায়বার্তা জানিয়েছেন।
এদিকে, নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা অভিনন্দন জানিয়েছেন বিরাটকে। তিনি টুইট করেছেন, ‘ভারত অধিনায়ক হিসেবে অসাধারণ কেরিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। দেশে ও বিদেশের মাটিতে তুমি দারুণ সাফল্য পেয়েছ। এরপর ব্যাট হাতে ফের তোমার দাপট দেখার অপেক্ষায় রয়েছি।’

17th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ