বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

ওয়াংখেড়েতে কিউয়িদের
পর্যুদস্ত করল কোহলি ব্রিগেড
ম্যাচ জিতল ৩৭২ রানে

মুম্বই, ৬ ডিসেম্বর: টেস্টের চতুর্থ দিনেই ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারাল ভারত। ১-০ ব্যবধানে জিতে নিল সিরিজও। টেস্টে এত বড় রানের ব্যবধানে জয় আর আগে পায়নি ভারত। তৃতীয় দিনেই কিউয়িদের ব্যাটিং লাইনআপকে কার্যত তছনছ করে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল। বাকী ছিল আর পাঁচটি উইকেটের। আজ, সোমবার সকালেই সেই কাজটি সেরে নেয় কোহলি ব্রিগেড। গতকাল খেলার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ১৪০ রানে ৫ উইকেট। এরপর এদিন চতুর্থ দিনের সকালে খেলা শুরু হতেই নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রকে আউট করেন জয়ন্ত যাদব। পূজারার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর কাইল জেমিসনকে খাতা খোলার সুযোগই দেননি জয়ন্ত। তাঁকে এলবিডব্লু করেন। একর পর এক উইকেট জয়ন্তের ঝুলিতে আসতে থাকে।  টিম সাউদিকে শূণ্য রানে বোল্ড করেন। মাত্র একরান করে জয়ন্তের বলে মায়াঙ্কের হাতে ক্যাচ তুলে দেন উইলিয়াম সোমারভিল। ভারতে হয়ে শেষ উইকেটটি তুলে নেন অশ্বিন। ৪৪ রান করে মাঠে টিকে থাকা হেনরি নিকোলসে ফিরিয়ে দেন প্যাভিলিয়নে। এরপরই টেস্ট এবং সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠে কোহলি ব্রিগেড। ওয়াংখেড়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে চারটি করে উইকেট পেয়েছেন অশ্বিন এবং জয়ন্ত। একটি পান অক্ষর প্যাটেল। ম্যাচের সেরা মায়াঙ্ক আগরওয়াল। ম্যান অব দ্য সিরিজের শিরোপা পান অশ্বিন। এর আগে ভারতের সবথেকে বেশি রানে টেস্ট জয়ের রেকর্ড ছিল ৩৩৭। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানে হারিয়েছিল ভারত। কিন্তু আজ নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারানোর ফলে ভেঙে গেল সেই রেকর্ড। অন্যদিকে, আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ৪২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। জয়ের হার ৫৮.৩৩ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। জয়ের হার ৬৬.৬৬ শতাংশ। পয়েন্টের নিরিখে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ঝুলিতে রেয়েছে ২৪ পয়েন্ট। তবে জয়ের নিরিখে অনেকখানি এগিয়েছে রয়েছে শ্রীলঙ্কা। হার একশো শতাংশ। ফলে অবলীলায় দখল করে নিয়েছে শীর্ষস্থান।

6th     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ