বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মহমেডানের বিজয়োৎসবের
রিংটোনে বাজল আইএসএল

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ চার দশক পর কলকাতা লিগ জিতেছে মহমেডান স্পোর্টিং। লিগ জয়কে স্মরণীয় করতে বুধবার ক্লাব তাঁবুতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন কর্মকর্তারা। কার্যত চাঁদের হাট বসেছিল সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল। শহরের বাইরে থাকলেও এক অডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘মোহন বাগান ও ইস্ট বেঙ্গলের মতো ভবিষ্যতে মহমেডানকেও আইএসএলে দেখতে চাই। তার জন্য সবাই সাহায্য করব।’ মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে আশার আলো দেখছে সাদা-কালো শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদ আকবর, সাব্বির আলি, বিদেশ বসু, মানস ভট্টাচার্য, নায়িমের মতো প্রাক্তন ফুটবলার ও কোচেরা। ছিলেন বর্তমান কোচ আন্দ্রে চেরনিশভ সহ পুরো দল। মহমেডান স্পোর্টিংয়ের লিগ জয়ের উত্সবে শামিল হন রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও সুজিত বসু। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে আকবর বলেন, ‘দীর্ঘদিন পরে চেনা মাঠে এসে দারুণ অনুভূতি হচ্ছে। কলকাতা লিগ জেতার জন্য মহমেডানের বর্তমান টিমকে অভিনন্দন। আমি চাই, এবার আইএসএলেও খেলুক আমার প্রিয় দল।’ ১৯৮১ সালের লিগ জয়ী সদস্য সাব্বির আলি বলেন, ‘এখন দেশের সেরা লিগ আইএসএল। সেই মঞ্চে মহমেডান স্পোর্টিংকে দেখলে ভালো লাগবে।’ কোচ আন্দ্রে চেরনিশভ অবশ্য দলের ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে চাইছেন না। আসন্ন আই লিগে দলকে চ্যাম্পিয়ন করাই পাখির চোখ রুশ কোচটির।

2nd     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ