বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

চেষ্টায় ত্রুটি রাখিনি: রাহানে
 

নিজস্ব প্রতিনিধি, কানপুর: গঙ্গার তীরের এই শহরকে বলা হয় ‘পূর্বের ম্যাঞ্চেস্টার’। বস্ত্রশিল্পে উন্নতির জন্যই এহেন নামকরণ। যদিও এখন টেক্সটাইল শিল্পে আগের রমরমা নেই। ঠিক যেমন ধার কমেছে গ্রিন পার্কের বাইশ গজের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ড্র প্রশ্নের মুখে ফেলল ভারতীয় বোলিংকেও। ঘরের মাঠে যে স্পিন আক্রমণ নিয়ে এত গর্ব, তারা তো প্রতিপক্ষের শেষ জুটিকে ৫২ বলেও ভাঙতে পারল না!
হতাশায় ভরেছে ভারতীয় শিবির। মুখ শুকনো করে ঘুরে বেড়াতে দেখা গেল কোচ দ্রাবিড়কে। এই ম্যাচ ড্র হবে, যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর। অশ্বিন অবশ্য একটা বিচিত্র অজুহাত খাড়া করলেন। বললেন, ‘এখন আর আগের মতো টেলএন্ডারদের ফেরানো সহজ নয়।’ অধিনায়ক রাহানে বললেন, ‘চেষ্টার ত্রুটি রাখিনি। দ্বিতীয় সেশনে আমরা দুর্দান্তভাবে ফিরে এসেছিলাম ম্যাচে। কিন্তু দুর্ভাগ্য যে, অল্পের জন্য জয় মিলল না।’ কেন দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আরও আক্রমণাত্মক হওয়া গেল না? তাঁর যুক্তি, ‘রবিবার চার ওভার বোলিং করারই পরিকল্পনা ছিল আমাদের। তাই দ্রুত রান তোলার পথে হাঁটা হয়নি।’ তবে ভারতের পরিকল্পনা যে ঠিক ছিল না, তা এদিনের ড্রয়েই প্রতিফলিত। ম্যাচের সেরা শ্রেয়স আয়ারের গলায় অবশ্য আক্ষেপ। বললেন, ‘জিততে পারলে তৃপ্ত হতাম। তবে যা হয়নি সেটা নিয়ে আক্ষেপ করে লাভ নেই। অভিষেক টেস্টে আমি নিজের পারফরম্যান্সে খুশি।’

30th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ