বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

পাপালির প্রশংসায় ব্যাটিং কোচ রাঠোর

নিজস্ব প্রতিনিধি, কানপুর: ঋদ্ধিমানের লড়াকু ইনিংসে মজেছে টিম ইন্ডিয়া। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর তো সরাসরি বলেই দিলেন, ‘ঘাড়ে ব্যথা নিয়েই এমন ইনিংস খেলেছে ঋদ্ধি। ও সত্যিকারের টিমম্যান। দলের জন্য সবকিছু করতে প্রস্তুত। এই ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ। ঋদ্ধির কাছে এটাই চাহিদা ছিল দলের। ও তার মর্যাদা রেখেছে। এজন্যই ওর উপর দলের এত ভরসা।’
তাহলে দিনের পর দিন প্রথম এগারোয় বিশ্বের অন্যতম সেরা কিপারের জায়গা হয় না কেন? অভিযোগটা মেনে নিয়েই রাঠোর বললেন, ‘এটা ঋদ্ধির দুর্ভাগ্য। আসলে আমাদের দলে ঋষভ পন্থের মতো অবিশ্বাস্য প্রতিভাধর ক্রিকেটার রয়েছে। সেই কারণেই বাইরে থাকতে হয় ঋদ্ধিকে। তবে পন্থ না থাকলে ঋদ্ধির উপরেই আস্থা রাখা হয়। আর ও যে সত্যিই দুর্দান্ত ক্রিকেটার সেটা দেখিয়েও দিল এই ইনিংসে।’
গ্রিন পার্কে দুই ইনিংসে অসাধারণ ব্যাটিংয়ের পর কি দ্বিতীয় টেস্টে জায়গা নিশ্চিত শ্রেয়স আয়ারের? নিশ্চয়তা দিলেন না রাঠোর। শুধু বললেন, ‘অসাধারণ ব্যাট করেছে। কোনও তরুণ প্রথম টেস্টে এত ভালো খেললে তা দলের কাছে রীতিমতো স্বস্তির। মুম্বইয়ে পরের ম্যাচে কেমন দল হবে তা এখানে বসে বলা মুশকিল। আমাদের ফোকাস এখন শুধুই টেস্ট জেতার দিকে।’ পূজারা ও রাহানের ব্যর্থতা প্রসঙ্গে ব্যাটিং কোচ বলেন, ‘ওরা ৮০-৯০টি করে টেস্ট খেলেছে। দু’জনেই অভিজ্ঞ। আমরা নিশ্চিত, দ্রুত ছন্দে দেখা যাবে ওদের।’
দেশের মাটিতে সফরকারী কোনও দল চতুর্থ ইনিংসে ২৮৪ রান তাড়া করে জেতেনি। তার উপর গ্রিন পার্কে রান তাড়া করে জেতার সর্বাধিক নজির ৮৩ রানে সীমাবদ্ধ। ভারতীয় শিবির জয়ের গন্ধে বিভোর। তবুও দলকে সজাগ থাকার পরামর্শই দিয়েছেন রাঠোর।

29th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ