বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মেসির জোড়া গোলে
জয় পিএসজি’র

প্যারিস: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেই জ্বলে উঠছেন লিও মেসি। ম্যান সিটির বিরুদ্ধে টুর্নামেন্টের গত ম্যাচেই পিএসজি জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছিলেন তিনি। তবে ফরাসি লিগে তাঁকে এখনও প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি। মঙ্গলবার ইউরোপের সেরা মঞ্চে ফের একবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন আর্জেন্তাইন মহাতারকা। পিছিয়ে পড়া ম্যাচে দলকে এনে দিলেন মূল্যবান তিন পয়েন্ট। আর এই জয়ের সুবাদে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ-এ’র শীর্ষে রইল পিএসজি। লিপজিগকে ৩-২ গোলে হারাল মরিসিও পোচেত্তিনোর দল। পিএসজি’র অপর গোলদাতা কিলিয়ান এমবাপে। তবে এদিন হ্যাটট্রিকও পেতে পারতেন আর্জেন্তাইন মহাতারকা। ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি পায় পিএসজি। তবে হ্যাটট্রিকের কথা না ভেবে স্পটকিক নেওয়ার জন্য এমবাপেকে বল বাড়িয়ে দেন মেসি। যদিও লক্ষ্যভেদে ব্যর্থ হন ফরাসি উইঙ্গারটি।
বার্সেলোনা ছেড়ে পিএসজি’তে যোগ দেওয়ার পর নতুন ক্লাবে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছিল মেসির। দূরত্ব বাড়ছিল কোচ পোচেত্তিনোর সঙ্গেও। তবে যাবতীয় সমস্যা মিটিয়ে মঙ্গলবার জ্বলে উঠলেন লিও। দেখা গেল প্রতিপক্ষ বক্সে সেই ছটফটানি। এছাড়া সতীর্থদের জন্য ঠিকানা লেখা পাসও বাড়ালেন মেসি। এদিন চোটের জন্য দলে ছিলেন না নেইমার। আর পারিবারিক সমস্যার জেরেও মাউরো ইকার্ডি এই ম্যাচে খেলেননি। তাই আক্রমণভাগে মেসি-এমবাপের পাশে জুলিয়ান ড্রাক্সলারকে সুযোগ দিয়েছিলেন পিএসজি কোচ। নবম মিনিটে প্রতি-আক্রমণে পিএসজিকে এগিয়ে দেন এমবাপে (১-০)। যদিও এই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ২৮ মিনিটে আন্দ্রে সিলভার গোলে সমতায় ফেরে জার্মান ক্লাবটি। এরপর ৫৭ মিনিটে মুকিয়েলের গোলে লিডও নেয় তারা (২-১)। ঘরের মাঠে পিছিয়ে পড়তেই হারের আশঙ্কা গ্রাস করে পিএসজি’কে। তবে মোক্ষম সময়ে জ্বলে উঠেন মেসি। ৬৭ মিনিটে এমবাপের বাড়ানো বল থেকে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান তিনি (২-২)। এরপর ৭৪ মিনিটে প্রতিপক্ষ বক্সে এমবাপেকে ফাউল করতে পেনাল্টি পায় পিএসজি। স্পটকিকে লক্ষ্যভেদে ভুল হয়নি আর্জেন্তাইন মহাতারকার (৩-২)। পিএসজি’র জার্সিতে এটা মেসির তৃতীয় গোল। আর চ্যাম্পিয়ন্স লিগে ১২৩তম লক্ষ্যভেদ।

21st     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ