বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

মহিলা ভলিবল প্লেয়ারের
শিরচ্ছেদ করল তালিবরা

 

নয়াদিল্লি: নৃশংসতার আরও এক নজির তৈরি করল তালিবরা। সম্প্রতি আফগানিস্তানের এক জাতীয় জুনিয়র মহিলা ভলিবল প্লেয়ারের শিরচ্ছেদ করল তারা। দলের কোচ এক সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর খবর জানিয়েছেন। দেশের মহিলা ক্রীড়াবিদরা প্রতিনিয়ত যেভাবে মৃত্যুর পরোয়ানা গুনছেন, তা নিয়ে রীতিমতো আতঙ্কিত তিনি।
তালিবানের ভয়ে মহিলা দলের ওই কোচ বেনামে সাক্ষাৎকার দিয়েছেন সংবাদমাধ্যমকে। সেখানে সুরায়া আফজালি নামে নিজের পরিচয় দেন তিনি। জানিয়েছেন, ‘আমার দলের প্লেয়ার মাহজাবিন হাকিমিকে অক্টোবরের প্রথম সপ্তাহে খুন করেছে তালিবরা। ধড় থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু সেই ভয়ঙ্কর খবরটিও বেমালুম ঢাকা পড়ে গিয়েছে। আসলে মেয়েটির পরিবারকে তালিবানরা হুমকি দিয়েছে যে, প্রকাশ্যে মুখ খুললে তাদেরও একই পরিণতি হবে।’কাবুল পুরসভার ভলিবল ক্লাবে খেলতেন মাহজাবিন। দেশের অন্যতম প্রতিভাবান প্লেয়ার হিসেবে খ্যাতি ছিল তার। এমন এক সম্ভাবনাময় খেলোয়াড়ের মর্মাম্তিক পরিণতিতে মুষড়ে পড়েছে আফগান ক্রীড়া মহল। উল্লেখ্য, গত আগস্টে আফগানিস্তান দখল করেছিল তালিবরা। শুরু থেকেই আফগান মহিলা ক্রীড়াবিদদের তারা টার্গেট করেছে। তাই প্রাণ বাঁচাতে মহিলা প্লেয়ারদের এখন লুকিয়ে দিন কাটাতে হচ্ছে। অনেকেই দেশ ছেড়ে পালাতে মরিয়া। বিভিন্ন মানবতাবাদী সংগঠন ও কাতার সরকারের কাছে এই ব্যাপারে সমানে আবেদন জানিয়ে চলেছে তারা। গত সপ্তাহেই শতাধিক আফগান মহিলা ফুটবলার ও তাঁদের পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফিফা ও কাতারের যৌথ প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।

21st     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ