বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আজ পচা শামুকে পা
কাটবে না তো সঞ্জুদের

 

দুবাই: প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ সানরাইজার্স হায়দরাবাদের। ন’টি খেলে তারা জিতেছে মাত্র একটিতে। কেন উইলিয়ামসনদের হারানোর আর কিছুই নেই। বরং বাকি ম্যাচগুলিতে তাঁরা সাহসী ক্রিকেট উপহার দিতে চাইবেন। ধারাবাহিক ব্যর্থতার যন্ত্রণা থেকে যা তাদের কিছুটা মুক্তি দেবে। সোমবার সানরাইজার্সের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনদের অবস্থাও খুব একটা ভালো নয়। সমসংখ্যক ম্যাচ খেলে তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। শেষ চারের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে রাজস্থানকে। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে ফেভারিট তারাই। কিন্তু মনে রাখা দরকার, পচা শামুকে পা কাটার ভুরি ভুরি উদাহরণ রয়েছে আইপিএলের ইতিহাসে। 
চলতি আসরের প্রথম পর্বেও রাজস্থান ৫৫ রানে হারিয়েছিল হায়দরাবাদকে। এবার মধুর প্রতিশোধ নিতে মরিয়া থাকবে চাপমুক্ত সানরাইজার্সের ক্রিকেটাররা। ডেভিড ওয়ার্নার যদি ফর্মে ফেরেন, তাহলে কপালে দুঃখ রয়েছে বিপক্ষ দলের বোলারদের। ওপেনার হিসেবে গত ম্যাচে রান পেয়েছেন ঋদ্ধিমান সাহাও। তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক কেন উইলিয়ামসন। মিডল অর্ডারে রয়েছেন মণীশ পাণ্ডের মতো ম্যাচ উইনার। যদিও নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। কেদার যাদবের খেলায় বয়সের ছাপ স্পষ্ট। তাঁকে বসিয়ে অন্য কাউকে খেলানোর কথা ভাবা উচিত হায়দরাবাদের। বোলিংয়ে তাদের বড় ভরসা স্পিনার রশিদ খান। এমনিতেই আরব দেশে স্পিনাররা সুবিধা পান। তার উপর খেলা হচ্ছে দুবাইয়ে। যেখানে রশিদ ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। পেসার ভুবনেশ্বর কুমারের সঙ্গে খলিল আহমেদ, সন্দীপ শর্মা খেলতে পারেন। অলরাউন্ডার জ্যাসন হোল্ডার আগের ম্যাচে দুরন্ত খেলেছেন।
অন্যদিকে, জস বাটলার ও বেন স্টোকস সরে দাঁড়ানোয় রাজস্থানের শুধু শক্তি খর্ব হয়নি, জৌলুসও কমেছে। ওপেনার লিভিংস্টোন কিংবা যশস্বী জয়সওয়াল টিম ম্যানজেমেন্টের আস্থা অর্জনে ব্যর্থ। তবে স্বস্তির খবর একটাই, খরা কাটিয়ে রানে ফিরেছেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৫৩ বলে ঝোড়ো ৭০ রান করেছিলেন তিনি। মিডল অর্ডারে ডেভিড মিলার, মহীপাল লোমরোর, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিরারা আশানুরূপ পারফরম্যান্স মেলে ধরতে পারছেন না। রাজস্থানের বোলিং আক্রমণে রয়েছেন কাটার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান, কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়া।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার।

27th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ