বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

আজ রোহিত-বিরাটের দ্বৈরথ

দুবাই: বিরাট কোহলি ও রোহিত শর্মার দ্বৈরথ বলে কথা। রবিবার সন্ধ্যায় রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ঘিরে তাই তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। দলগত লড়াই ছাপিয়ে দুই মহাতারকার ব্যক্তিগত টক্করই হয়ে উঠেছে আইপিএলের সুপার সান ডে’র রিংটোন।
রোহিত হলেন আইপিএলের সফলতম অধিনায়ক। পাঁচবার জিতেছেন সেরার মুকুট। অন্যদিকে, কোহলির হাতে একবারও ওঠেনি আইপিএল ট্রফি। ক্রমাগত প্রশ্নের মুখে পড়ে টি-২০ ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কোহলি। শুধু আরসিবি নয়, টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার অধিনায়কত্বও তাঁর হাতে থাকবে না। ভারতীয় দলের ব্যাটন দখলের দৌড়ে এগিয়ে রয়েছেন রোহিত। তাই এই ম্যাচ নিছক আইপিএলের বৃত্তে আটকে থাকছে না। কুড়ি ওভারের ফরম্যাটে তাঁদের ক্রিকেটদর্শনের সংঘর্ষও বটে। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হিসেবে আইসিসি’র কোনও ট্রফিই জিততে পারেননি কোহলি। অন্যদিকে, তাঁর অনুপস্থিতিতে দু’টি প্রতিযোগিতায় নেতৃত্ব দিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত। মুখে যতই ব্যাটিংয়ে মন দেওয়ার কথা বলুন, বাস্তবে ক্রমবর্ধমান চাপের মুখেই টি-২০-র নেতৃত্ব ছেড়ে দিতে হয়েছে কোহলিকে। রবিবাসরীয় বিরাট-রোহিতের লড়াই ক্রিকেটপ্রেমীদের কাছে তাই বাড়তি আগ্রহের কারণ হয়ে উঠছে।
অবশ্য, আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্বে নেতা হিসেবে দু’ম্যাচেই হারতে হয়েছে বিরাট-রোহিতকে। দুই দলই হেরেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের কাছে। তবে ৯ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে এখনও প্লে-অফের লড়াইয়ে প্রবলভাবেই রয়েছে বিরাটের আরসিবি। রোহিতের মুম্বই তুলনায় কঠিন জায়গায়। ৯ ম্যাচে তাদের সংগ্রহ আট পয়েন্ট। জয়ে ফেরার মরিয়া তাগিদ থাকবে দুই অধিনায়কের মধ্যেই।
শেষ ম্যাচে অর্ধশতরান করেছেন কোহলি। ৫৩ রানের ইনিংস খেলার পথে ছন্দে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে রোহিত এই পর্বে নেমেছেন একটিই ম্যাচে। করেছেন ৩৩। তবে দুই নেতাকেই চিন্তায় রাখছে দলের মিডল অর্ডার এবং দুর্বল বোলিং। ব্যাট হাতে মুম্বইয়ের সূর্যকুমার যাদব, ঈশান কিষানের মতোই হতাশ করেছেন আরসিবি’র ডি’ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। স্টার স্পোর্টসে দেখা যাবে।

26th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ