বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

রাজস্থানের বিরুদ্ধে আজ
কিছুটা এগিয়ে পাঞ্জাব

দুবাই: পয়েন্ট তালিকার নিরিখে দুই দলের মধ্যে ফারাক খুবই কম। রাজস্থান রয়্যালস সাতটি খেলে ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। একই পয়েন্ট পাঞ্জাব কিংসেরও। তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে। রয়েছে রাজস্থানের পরেই। তাই মঙ্গলবার দুই দলের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, প্লে-অফে ওঠার পথ আরও মসৃণ করতে পাঞ্জাব ও রাজস্থান জেতার জন্য ঝাঁপাবে।
চোট সমস্যা ও করোনা আতঙ্কের জেরে উভয় শিবিরেরই শক্তি কিছুটা হলেও খর্ব হয়েছে। অনেক বিদেশি ক্রিকেটারই চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলিতে অংশ নিচ্ছেন না। তবে এই দুই দলের টপ অর্ডার দারুণ শক্তিশালী। পাঞ্জাবের বড় ভরসা ক্যাপ্টেন লোকেশ রাহুল। ওপেনার হিসেবে তিনি সফল। তাঁর সঙ্গে মায়াঙ্ক আগরওয়ালও ছন্দে থাকলে রাজস্থানের বোলাররা চ্যালেঞ্জের মুখে পড়বে। রয়েছেন ক্রিস গেইলও। যদিও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। মিডল অর্ডারে নিকোলাস পুরান, দীপক হুদা, শাহরুখ খানদের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ে মহম্মদ সামি অবশ্যই বড় নাম। 
রাজস্থান রয়্যালস প্রথম সাক্ষাতে বড় রান তুলেও হেরে গিয়েছিল পাঞ্জাব কিংসের কাছে। তাই সঞ্জু স্যামসনরা এবার বদলার আগুনে জ্বলছেন। জস বাটলার, বেন স্টোকস, জোফ্রা আর্চারের মতো তারকাদের অভাব ঢাকতে টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারেন এভিন লুইস, লিভিংস্টোন, ক্রিস মরিসের উপর। স্যামসন ছাড়াও ব্যাটিংয়ে রয়েছেন রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়ালের মতো উঠতি তারকা।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। স্টার স্পোর্টসে দেখা যাবে।

21st     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ