বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

আসানসোল থেকে বিহারে পাচার বিপুল পরিমাণ মদ

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল থেকে পাচার হওয়া বিয়ারের ক্যানেই কি মন জয় করা হচ্ছে বিহারের ভোটারদের। ভোট পর্বে দফায় দফায় আসানসোল স্টেশন থেকে বিয়ার উদ্ধারের ঘটনায় সেই প্রশ্নই জোরালো হচ্ছে। ১০৫ টাকা দামের বিয়ারের ক্যান বিহারে বিক্রি হচ্ছে আড়াইশো টাকায়। ৭৪০ টাকার সাড়ে সাতশো এমএলের মদের বোতল বিহারে বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। বিপুল পরিমাণ মুনাফা থাকায় এই পাচার চক্র মাকড়সার জালের মতো বিস্তার পাচ্ছে আসানসোল শিল্পাঞ্চলজুড়ে। এই পাচার চক্রে নিযুক্ত করা হয়েছে কিছু ক্যারিয়ার। যাদের কাজ আসানসোল থেকে মদ, বিয়ার বিহারের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া। মিলবে দু’হাজার টাকা। ক্যারিয়ারদের আসানসোলের হোটেলে থাকা, খাওয়ার ব্যবস্থা করছে পাচার চক্রের মাথারাই। আসানসোল স্টেশনকে কেন্দ্র করে পাচার চক্র সক্রিয় থাকায় রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু কর্মী, অফিসারের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল। আসানসোল ডিভিশনের সিনিয়র সিকিউরিটি কমিশনার রাহুল রাজ বলেন, ভোট পর্বে বিপুল পরিমাণে মদ, বিয়ার পাচারের চেষ্টা হচ্ছে। আমরা বিভিন্ন ভাবে নজরদারি শুরু করেছি। প্রচুর পাচারকারিকে গ্রেপ্তারও করা হয়েছে। তারা মূলত ক্যারিয়ার হিসাবে কাজ করে। রেলের কর্মীদের উপরও নজর রাখা হচ্ছে।
রেল সূত্রেই জানা গিয়েছে, ভোটে পর্বে অত্যন্ত পরিকল্পনা করেই বিয়ার ও মদ পাচার করা হচ্ছে বিহারে। কখনও পিঠের ব্যাগে, কখনও আবার বড় ব্যাগে করে মদ সংগ্রহ করে সাধারণ যাত্রী সেজে ট্রেনে উঠে পড়ছে ক্যারিয়াররা। বিহারের নির্দিষ্ট ঠিকানায় তা সরবরাহ করা হচ্ছে। এজন্য প্রতি ট্রিপে তাঁরা পাচ্ছে দু’হাজার টাকা। মূলত রাতের ট্রেনগুলিকেই টার্গেট করা হচ্ছে। অনেক সময়ে দিনের যে সব গাড়ি যাত্রী বোঝাই থাকে, সেগুলিকেও টার্গেট করা হচ্ছে। পাচার চক্রের দু’দিকে মাথা রয়েছে। আসানসোল শিল্পাঞ্চলের বেশ কিছু অসাধু মদ ব্যবসায়ী চক্রের এক তরফের মাথা। অন্যদিকে বিহারের একটি চক্র রয়েছে যাঁরা এই বিপুল পাচার মদ ও বিয়ার সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় বিক্রি করে। তাঁরা আরেক প্রান্তের মাথা। এই কাজ করার জন্য কম বয়সি যুবকদের নিযুক্ত করা হয়েছে। যাঁদের কাজ আসানসোল থেকে পাচার সামগ্রী বিহারে পৌঁছে দেওয়া। যে দিন পাচার হবে তার আগের দিন আসানসোলের বিভিন্ন হোটেলে আশ্রয় নেয় তারা। তারপর নির্দিষ্ট দোকান থেকে মদ, বিয়ার সংগ্রহ করে ফের হোটেলের ঘরে ফিরে আসে। সেখানে বিভিন্ন সাইজের ব্যাগে ভরে পাচার চক্রীদের সবুজ সংকেত মিললেই টোটো ভাড়া করে স্টেশনের উদ্দেশে পাড়ি দেয়। সূত্রে খবর, আসানসোল স্টেশন চত্বর থেকে তাঁদের বিভিন্ন ট্রেনে নিরাপদে তুলে দেওয়ার জন্য একটি চক্র আছে। বিষয়টি রেলের নজরে আসতেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিককালে আরপিএফের গোয়েন্দা বিভাগ আসানসোল স্টেশন থেকে ১ হাজার ৪৩টি বিয়ারের ক্যান সহ বিহারের পাঁচ বাসিন্দাকে গ্রেপ্তারের পরই রেল আধিকারিকদের চোখ কপালে উঠেছে। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চলছে তদন্ত।  

19th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ