বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

শাহকে সংবর্ধনা কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত জয়দেবের, ছবি ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘যতদিন গোরু পাচার বন্ধ না হয়, যতদিন কয়লা পাচার বন্ধ না হচ্ছে, আমরা বিজেপির কার্যকর্তারা স্বস্তির নিঃশ্বাস ফেলব না’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার রানিগঞ্জের রোড শো থেকে এমনটাই জানিয়ে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্নীতি ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নীতি কিছুক্ষণের মধ্যেই বদলে যায়। কর্মসূচি শেষ করে দিল্লি যাওয়ার জন্য অণ্ডাল বিমান বন্দরে অমিত শাহ পৌঁছলেন। সেখানে তাঁকে বিদায়(সিঅফ) জানানোর জন্য হাজির ছিলেন জয়দেব খাঁ, যার বিরুদ্ধে কয়লা পাচারের একাধিক অভিযোগ। এমনকী, সিবিআ‌ইও তার বাড়িতে তল্লাশি চালিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
জয়দেবকে নিয়ে বিড়ম্বনার অন্ত নেই বিজেপিতে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রানিগঞ্জ শহর বিজেপির পতাকা, ফ্লেক্স, হোর্ডিংয়ে ঢাকা পড়েছিল। সৌজন্যে নীচে লেখা ছিল জয়দেব খাঁ। এমনকী বিজেপির হোর্ডিংয়ে তাঁর ছবিও দেখা গিয়েছিল। কয়লা পাচার, খুন সহ একাধিক মামলায় অভিযুক্ত জয়দেবকে নিয়ে বিজেপির মাতামাতি মেনে নেয়নি রানিগঞ্জ। বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। তারপরও জয়দের সঙ্গ ত্যাগ করতে পারেনি বিজেপি। দুর্গাপুরে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠক করতে দেখা যায় জয়দেবকে, যা নিয়ে ফের শোরগোল পড়েছিল। এবার তো খোদ মোদি মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। অমিত শাহ এদিন সন্ধ্যায় কয়লা ও গোরু পাচার নিয়ে সুর চড়িয়ে শিল্পাঞ্চলের ভোটারদের নাড়া দিতে চেয়েছিলেন। কিন্তু, তাঁর বিদায় বেলায় জয়দেবের উপস্থিতি বিজেপির প্রচার কৌশলে চোনা ঢেলে দিল। এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, এটাই বিজেপির চরিত্র। মানুষের কাছে আরও একবার বিজেপির মুখোশ খুলে গেল।
এনিয়ে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, কারও বাড়িতে সিবিআই রেড করা মানেই তো সে চোর নয়। উনি ২০২০ সাল থেকে আমাদের দলে রয়েছেন। তৃণমূল ওঁকে কয়লা মাফিয়া প্রমাণ করতে চাইছে। বাপ্পা একথা বললেও জয়দেবের সঙ্গে বিজেপির এই সখ্য ফের সামনে আসতেইে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে শিল্পাঞ্চলে। ভোটে তার কতটা প্রভাব পড়বে, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।  
 মাঝখানে সাদা পোশাক পরিহিত জয়দেব। নিজস্ব চিত্র

11th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ