বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

চার জেলার সংযোগস্থল কাটোয়ায় বাড়তি নজরদারি

সংবাদদাতা, কাটোয়া: চার জেলার সংযোগস্থল কাটোয়া মহকুমায় ভোটের আগে জোরকদমে শুরু হয়েছে নাকা তল্লাশি। মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলার মাঝে কাটোয়া মহকুমা। তাই আগে থেকেই নজরদারি বাড়ছে। ভোটের আগে আগ্নেয়াস্ত্র ও অবৈধ টাকা যাতে না ঢুকতে পারে, জেলায় তারজন্যই গুরুত্বপূর্ণ মোড়গুলিতে নাকা তল্লাশি চালানো হচ্ছে।
কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট সহ সব থানা এলাকাতেই তল্লাশি চলছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, কেতুগ্রামের ফুটিসাঁকো এলাকায় তল্লাশিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা থেকে আসা রাস্তায় চরখি, মঙ্গলকোটের লোচনদাস সেতু সহ কাটোয়ার ফেরিঘাটগুলিতেও নজরদারি রয়েছে। ফুঁটিসাকো এলাকার একদিকে বীরভূমের লাভপুর যাওয়া যায়। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা। মঙ্গলকোটের লোচন দাস সেতু পার হলেই বীরভূমের নানুর সহ বাসাপাড়া, খুজুটিপাড়া সহজেই প্রবেশ করা যায়। ফুটিসাঁকো এলাকা দিয়ে কাটোয়া শহর হয়ে ফেরিঘাট ধরে সহজেই নদীয়া জেলায় যাওয়া যায়। অতীতে এই রুট ধরে বহুবার আগ্নেয়াস্ত্র কারবারিরা আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়েছে। তাছাড়া ফেরিঘাট দিয়ে আগ্নেয়াস্ত্র পাচার করতে গিয়ে অতীতে অনেক মহিলা ক্যারিয়ারও পাকড়াও হয়েছে। কাটোয়া মহকুমা এলাকাকে বরাবরই অস্ত্র কারবারিরা পাচারের করিডর হিসেবে ব্যবহার করে। তাই এইসব এলাকাগুলিকে আলাদাভাবে নজর দিচ্ছে জেলা পুলিস। বেশকিছু আগ্নেয়াস্ত্র কারবারি বিহারের মুঙ্গের বা স্থানীয়ভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করে বীরভূম, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় সাপ্লাই করে। কয়েকজন আবার পণ্যবাহী ট্রাকের মধ্যে রেখেও পাচার করে বলে জানা গিয়েছে।  তাদের উপর কড় নজরদারি চালানো হচ্ছে। ভোট এগিয়ে আসতেই সক্রিয় হয়ে ওঠে আগ্নেয়াস্ত্র কারবারিরা। কয়েকমাস আগে কাটোয়া স্টেশনেও অভিযান চালিয়ে এসটিএফ মুর্শিদবাদের মামা-ভাগ্নে সহ মুঙ্গেরের এক আগ্নেয়াস্ত্র সরবরাহকারীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। • নিজস্ব চিত্র

11th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ