বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

কাজলের মুখে ‘ভালো খেলার’ হুঙ্কার

সংবাদদাতা, কাটোয়া: যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তাঁরা শুনে রাখুন আমি ভালো খেলতে জানি। হকি, হাডুডু, কবাডি, ফুটবল সব খেলতে পারি। কেতুগ্রামে দাঁড়িয়ে থেকে ভোট করাব। শুক্রবার বিকেলে কেতুগ্রামের খেয়াই বান্দা গ্রামে পথসভা থেকে এভাবেই গুরু অনুব্রত মণ্ডলের সুরেই বক্তব্য রাখেন তৃণমূল নেতা কাজল শেখ। 
তিনি বলেন, শুনে রাখুন এবার আমাদের প্রার্থী অসিত মাল তিন লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন। তাই অন্য জায়গায় ভোট নষ্ট করবেন না। এখানে যাঁরা ‘কুচক্রী’ আছেন, তাঁদের নাম ও ফোন নম্বর আমার কাছে রয়েছে। তাঁরা শুনে রাখুন আর খেলতে হলে মনে রাখবেন, আমিও খেলতে জানি। আমার সঙ্গে উন্নয়ন নিয়ে খেলুন। আমাদের রিপোর্ট কার্ড দেখাব আর আপনিও রিপোর্ট কার্ড দেখাবেন। 
কাজল শেখ আরও বলেন, বিজেপি আপনাদের জন্য কী করেছে দেখাক। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মুখে বলে শেষ করা যাবে না। আগে আমি পাপুড়ি থেকে আমাদের দলের ভোট দেখতাম। এবার সরাসরি কেতুগ্রামেই থাকব। 
ভোটের আগে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ‘খেলা হবে’ বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেন। যা নিয়ে বিরোধী শিবিরের হৃদকম্পন ধরত। এবার তাঁরই শিষ্য কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজের ভাই কাজল শেখ একই সুরে কেতুগ্রামজুড়ে বক্তব্য রাখছেন। এতে বিরোধীরা সিঁদুরে মেঘ দেখছে। 
যদিও কাজল শেখ বলছেন, ভোট শান্তিপূর্ণভাবেই হবে। তবে যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে আসবে, তাদের উদ্দেশ্যে বলছি, আমি ভালো খেলা জানি। এবারও খেলা হবে। • নিজস্ব চিত্র

11th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ