বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

রাজনগরে তৃণমূলের আদিবাসী সম্মেলন ঘিরে মহিলাদের উৎসাহ

সংবাদদাতা, সিউড়ি: ভোটের আগে আদিবাসীদের মন জয় করতে রাজনগরের ভবানীপুরে অনুষ্ঠিত হল তৃণমূলের আদিবাসী সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজনগর ব্লকের তৃণমূল নেতৃত্ব সহ আদিবাসী তৃণমূল নেতা ও বিভিন্ন আদিবাসী গ্রামের বাসিন্দারা। এদিনের অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী মহিলাদের গানে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর স্থানীয় আদিবাসী নেতৃত্বদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান ঘিরে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ নজরে পড়ে।
মঙ্গলবার রাজনগর ব্লকের ভবানীপুর পঞ্চায়েতের অন্তর্গত ভবানীপুর পার্কে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে এলাকার প্রায় ১২-১৩টি গ্রামের আদিবাসী পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। কেলেডিহি,  ক্ষন্নাডিহি, নিজুরি, মাচানতলি, বেলবুনি, তারাশোল, গুরকাটা আদিবাসী পাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দাদের অনেকে এদিনের সম্মেলনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল আদিবাসী সেলের নেতা বুদ্ধদেব হাঁসদা, বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি, আদিবাসী নেতা রবীন্দ্র মূর্মু, রাজনগরের তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু, ভবানীপুরের অঞ্চল সভাপতি জীবন আচার্য সহ আরও অনেকে। এদিনের সভায় আদিবাসী গ্রামের মহিলাদের অনেকেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে রাজনগরের তৃণমূল ব্লক সভাপতি বলেন, ভবানীপুরের আদিবাসী সম্মেলনে ওই এলাকার প্রতি গ্রামের বাসিন্দাদের অনেকেই উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে এলাকার বাসিন্দারা খুবই খুশি। সেকথা তাঁরা অনুষ্ঠানে তুলে ধরেছেন। আগামী ভোটেও এই এলাকার বাসিন্দারা আমাদের পাশেই থাকবেন, তা আজ প্রমাণ হয়ে গেল। 
যদিও এদিনের তৃণমূলের আদিবাসী সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। বিরোধীদের দাবি, এই এলাকায় বিভিন্ন গ্রামে পানীয় জলের ব্যাপক সমস্যা রয়েছে। এছাড়াও অনেকে সমস্যা রয়েছে। তাই শাসক দলের সম্মেলনে গেলেই বাসিন্দারা তাদের ভোটার হয়ে গেল এটা নিশ্চিত হওয়া কঠিন। 

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ