বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া করিমপুরে ভোট নির্বিঘ্নেই

সংবাদদাতা, তেহট্ট ও করিমপুর: করিমপুর-২ ব্লকের ছ’টি অঞ্চলে নির্বিঘ্নে ভোট হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচল পুলিস প্রশাসন। একমাত্র ৬৫ নম্বর শুভরাজপুরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তবে সময় মতো পুলিস পৌঁছে যাওয়ায় বড় অশান্তি হয়নি। 
প্রসঙ্গত, করিমপুর-২ ব্লকে যে কোনও ভোটে গণ্ডগোল বাঁধাধরা। ২০১৯ সালের বিধানসভা উপ নির্বাচনে বিজেপি প্রার্থীকে লাথি মারার অভিযোগ উঠেছিল। বাম আমলে ভোট লুট করার অভিযোগ উঠত। সেই দিক দিয়ে এবারের ভোট শান্তিপূর্ণ। কোনও রকম ঝামেলা ছাড়া ভোট শান্তিপূর্ণ হওয়ায় খুশি সমস্ত রাজনৈতিক দল। তাঁদের দাবি, দীর্ঘ দিন পর এই এলাকায় ভোটে কোনও অশান্তি হয়নি। এলাকার মানুষও খুশি। এবার আগাম সতর্ক ছিল পুলিস প্রশাসন। অশান্তির খবর আসা মাত্র পুলিস দ্রুততার সঙ্গে সেই জায়গায় পৌঁছে গিয়েছে। সিপিএমের করিমপুর-২ এরিয়া কমিটির সম্পাদক লিয়াকত হোসেন  বলেন, শুভরাজপুরে আমাদের কর্মীদের বাধা দেওয়া হয়েছিল। তবে পুলিস প্রশাসনের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে তা মিটে যায়। তৃণমূল কিছু জায়গায় বুথ জ্যাম করতে চেয়েছিল। আমাদের কর্মীদের জন্য তা পারেনি। তবে ভোট শান্তিপূর্ণ ভাবে হয়েছে। তৃণমূল কংগ্রেসের করিমপুর-২ ব্লকের সভাপতি সৌমেন বিশ্বাস বলেন, এবারের ভোট শান্তিপূর্ণ হয়েছে। এইজন্য পুলিস প্রশাসনকে ধন্যবাদ। অশান্তি করার জন্য  আমাদের কর্মীদের দু’-এক জায়গায় প্ররোচিত করার চেষ্টা করেছিল সিপিএম, বিজেপি কিন্তু আমাদের কর্মীরা সেই প্ররোচনায় পা দেয়নি।

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ