বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বিষ্ণুপুরের লালবাঁধে তলিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

সংবাদদাতা, বিষ্ণুপুর: প্রতিবেশীর মৃতদেহ দাহ করার পর স্নান করতে জলে নেমে তলিয়ে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হল। বিষ্ণুপুরের লালবাঁধে মৃত তরুণের নাম বিকাশ মাদ্রাজি (১৮)। তাঁর বাড়ি বিষ্ণুপুর শহরের হাসপাতাল কলোনি এলাকায়। তিনি সেখানকার রামানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিকাশের বাড়িতে মা ও দাদা রয়েছে। তাঁর দাদা ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী। ছোট ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন তাঁর মা। পুলিস জানিয়েছে, সোমবার বিকালে লালবাঁধে স্নান করতে নেমে বিকাশ তলিয়ে যান। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মঙ্গলবার বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। বিকাশের বাবা কয়েকবছর আগে মারা যান। তাঁর মা কাকলি মাদ্রাজি বিষ্ণুপুর সুপারস্পেশালিটি হাসপাতালে ঠিকাকর্মীর কাজ করে সংসার চালান। তাঁর বড় ছেলে ছ’মাস আগে ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী। ছোট ছেলে বিকাশ রামানন্দ কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন। তাঁর এভাবে জলে ডুবে মারা যাওয়ার খবর শুনে কাকলিদেবী ঘন ঘন মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশী ও আত্মীয়রা তাঁকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না। স্থানীয় বাসিন্দা বাপি মাদ্রাজি বলেন, আমাদের পাড়ায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। সোমবার তাঁর মৃত্যু হয়। ওইদিন দুপুরে শহরের ভাটপুকুর শ্মশানে তাঁর মৃতদেহ সৎকার করা হয়। বিকাশও শ্মশানযাত্রীদের মধ্যে ছিলেন। বিকাল চারটে নাগাদ দাহকার্য শেষ হওয়ার পর সবাই মিলে লালবাঁধে স্নান করতে যান। বাঁধের পূর্বপ্রান্তে অন্যদের সঙ্গে বিকাশও জলে নামেন। জলে ডুব দেওয়ার পর তিনি আর ওঠেননি। অন্যরা স্নানে ব্যস্ত ছিলেন। তাই বিকাশের ডুবে যাওয়ার বিষয়টি কেউ খেয়াল করেননি। পরে তাঁর দেখা না পেয়ে জলে নেমে খোঁজাখুঁজি করেন। 

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ