বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

বাংলার মহিলাদের অপমান করছে বিজেপি, আক্রমণ লাভলি মৈত্রর

সংবাদদাতা, কাটোয়া: বাংলার মহিলাদের অপমান করছে বিজেপি। সন্দেশখালিতে যারা দু’হাজার টাকার বিনিময়ে মিথ্যা নাটক তৈরি করল তারা বড় অভিনেতা। মঙ্গলবার সন্ধ্যায় কাটোয়ার হরিপুর গ্রামে পথসভায় এভাবেই বিজেপিকে তুলোধনা করলেন সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র। তিনি বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকারের সমর্থনে প্রচারে আসেন। 
লাভলি বলেন, বিজেপি একটা জুমলা পার্টি। সন্দেশখালির নাটকের পর্দা ফাঁস হয়ে গিয়েছে। এখন ষড়যন্ত্রকারীদের জেলে পুরে দেওয়া উচিত। ওরা বাংলার মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এরপরেই তিনি বলেন, কেন্দ্রীয় সরকার দশ বছরে কী দিয়েছে আপনাদের? ওদের জিজ্ঞাসা করুন। বাংলার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে। আবার বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন বাংলার মা-বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। বাংলার মানুষ ঠিক সময় জবাব দিয়ে দেবেন। এরপরেই অভিনেত্রী বিধায়ক বলেন, আমি অনেক সিরিয়ালে অভিনয় করেছি। শুনে রাখুন সন্দেশখালির রেখা পাত্র আমার থেকেও বড় অভিনেত্রী। দু’হাজার টাকার বিনিময়ে কেমন নাটক তৈরি করলেন। সিপিএম আবার কৌটো নিয়ে হাজির হয়েছে আপনাদের দরবারে। তাদের আপনারা বলুন, বাংলায় তো ৩৪ বছর রাজত্ব করলেন। আবার এখন কৌটো বাজাতে হচ্ছে কেন। ওদের বিশ্বাস করবেন না। ওদের ভোট দেওয়া মানে আপনার ভোটটা নষ্ট হবে। এদিন লাভলি মৈত্রকে দেখার জন্য হরিপুর গ্রামে প্রচুর মহিলা ভিড় জমান। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিসকে।
এদিন কাটোয়ায় প্রচার সারেন বর্ধমান পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী নীরব খাঁ। এদিন সকালে তিনি প্রথমে কাটোয়ার নন্দীগ্রাম, চাণ্ডুলি গ্রামে প্রচার সারেন। তারপর তিনি মেঝিয়ারি গ্রামে এক কর্মীর বাড়িতে দুপুরে খাবার খান। বিকেলে কাটোয়া-১ ব্লকের গোয়াই অঞ্চলের সুড্ডা গ্রামে প্রচার সারেন। সন্ধ্যায় কাটোয়ায় তাঁর হয়ে পথসভা করেন সিপিএম নেতা আভাস রায়চৌধুরী।-নিজস্ব চিত্র

8th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ