বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

সুপ্রিম রায়কে হাতিয়ার করে অভিজিৎকে আক্রমণ ব্রাত্যর

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: নিয়োগ ইস্যুতে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নিয়ে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু‌। মঙ্গলবার কৃষ্ণনগরের মহুয়া মৈত্রর সমর্থনে পথসভা করেন তিনি। তারপর সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘কেউ কেউ মিডিয়ার কাছে হিরো হওয়া ও পরবর্তীকালে বিজেপির প্রার্থী হওয়ার জন্য যেভাবে সরকার বিরোধী প্রোপাগান্ডা চালিয়েছিল। সুপ্রিম কোর্টের এই রায় স্পষ্টতই তার বিরুদ্ধে যাচ্ছে।’ নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের এই রায়ের পর ব্রাত্য বসুর এই বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিন তিনি আরও বলেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জন্য কৃতজ্ঞতা জানাব। তিনি আগাগোড়াই এই যোগ্য চাকরিহারাদের পাশে ছিলেন‌।’ তবে ভোটের সঙ্গে এই রায়ের কোনো সম্পর্ক নেই বলেই তিনি জানান। 
ব্রাত্য বসু বলেন, যে যোগ্য শিক্ষকরা এতদিন ধরে এই লড়াই চালিয়েছেন তাঁরা ভেঙে পড়বেন না। আজ প্রমাণিত হয়েছে সত্যমেব জয়তে। এটা একটা আইনি প্রসেস। আর এতে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলাম।’ শুধু তাই নয়, ভারতে যেসব জায়গায় বিজেপি বিরোধী সরকার রয়েছে সেখানে কোর্টকে হাতিয়ার করে সেখানকার সরকারকে হেনস্থা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। এমনকী সেইসব আদালতের অনেকেই সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কিংবা বিজেপির প্রার্থী হওয়ার জন্য, সরকারকে নানাভাবে অপদস্ত করা হচ্ছে বলে জানান। তিনি বলেন, আজকের রায় সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না। বিচারের বাণী সজোরে সোচ্চারে নিপীড়িতদের পাশে দাঁড়ায়।’
নিয়োগের ইস্যুতে এসএসসির নানা কথাকে বিকৃত করা হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে এসএসসি সমস্ত কিছু পরিষ্কার করবে বলে ব্রাত্য বসু জানান। তিনি বলেন, ‘একবারও ভেবে দেখা হয়নি এসএসসির যিনি বর্তমান চেয়ারম্যান তিনি সেই সময়ে দায়িত্বে ছিলেন না। তাই তার লুকোনোরও কোনও দায় নেই। উপরমহল থেকে কোনও নির্দেশও ছিল না।’এই নিয়োগ দুর্নীতির দায় নিয়ে ব্রাত্য বসু বলেন, ‘এই দায় যাঁদের, শিক্ষাদপ্তরের সেই একটা বড় অংশ বর্তমানে কারাবাস করছেন। তাই আগামী দিনে আমরা নতুন কোনও নিয়োগ করলে তা সম্পূর্ণ স্বচ্ছভাবে ও মেধার ভিত্তিতে হবে।’
পাশাপাশি মহুয়া মৈত্রের সমর্থনে বিজেপিকে আক্রমণ করে ব্রাত্য বসু বলেন, ‘কে রাজমাতা, কে রানিমা আমি জানি না। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। আর কেউ যদি, আপনারা কী খাবেন তা নিয়ন্ত্রণ করতে আসে তাহলে তাদের বলে দেবেন তারা যেন এখানে ভোট চাইতে না আসে।’ 
 মহুয়া মৈত্রের সমর্থনে প্রচারে কৃষ্ণনগরে ব্রাত্য বসু।

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ