বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় জনজোয়ার

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: বর্ধমানের পর দুর্গাপুরেও মুখ্যমন্ত্রীর পদযাত্রায় জনপ্লাবন দেখা গেল। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রীকে ঘিরে দুর্গাপুরবাসীর আবেগের প্রতিফলন দেখা গেল। ছ’মাসের শিশুকে কোলে নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দাঁড়িয়ে রইলেন মা। আশি বছরের বৃদ্ধও জননেত্রীকে দেখে হাত নাড়লেন। মুখ্যমন্ত্রীর পদযাত্রা ঘিরে দুর্গাপুরের সবচেয়ে বড় বাজার বেনাচিতি কার্যত স্তব্ধ হয়ে রইল। সাড়ে তিন কিলোমিটার রাস্তাজুড়ে শুধুই মানুষের ভিড়। পুরুলিয়া, বাঁকুড়ায় জনসভা করার পর এই পদযাত্রায় মানুষের ভালোবাসায় তৃপ্তির হাসি দেখা গেল মুখ্যমন্ত্রীর মুখে। 
এদিন বেনাচিতির পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত পদযাত্রা হয়। মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য দীর্ঘক্ষণ আগে থেকেই রোদ উপেক্ষা করে রাস্তার দু’পাশে বহু মানুষ দাঁড়িয়েছিলেন। বিকেল ৫টা নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার আকাশে চক্কর কাটতেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ আকাশের দিকে হাত নাড়েন। মুখ্যমন্ত্রী বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদ, দুই মন্ত্রী প্রদীপ মজুমদার, অরূপ বিশ্বাসকে নিয়ে হাঁটা শুরু করতেই যেন আবেগের বাঁধ ভাঙতে থাকে। প্রান্তিকা বাসস্ট্যান্ডের কাছেই শিশুকে কোলে নিয়ে আদর করেন মমতা। রাস্তায় কিছুটা হাঁটার পরপরই দু’পাশে থাকা মানুষের সঙ্গে হাত মেলান। মুখ্যমন্ত্রীর উদ্দেশে কেউ গোলাপ কেউ আবার পুষ্পস্তবক বাড়িয়ে দেন। পদযাত্রা শেষে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী। গাড়িতে ওঠার আগেই মমতা হাজার হাজার মানুষের মন জয় করে নেন।

8th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ