বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ব্যবসায়ী খুনে গ্রেপ্তার আইনজীবী

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ব্যবসায়ী খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন আইনজীবী। খুনের ঘটনার পর একমাস গা-ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করে আনে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃত আইনজীবীর নাম রজত চক্রবর্তী। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্য তিনি। মৃত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে খুনের একমাস বাদে গ্রেপ্তার করতে সফল হল বাগডোগরা থানা। রবিবার রজতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে পুলিস। আদালত ধৃতের জামিন নাকচ করে দিয়ে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দু’জনকে চিহ্নিত করেছে পুলিস। শিলিগুড়ি মহকুমা আদালতের সরকার পক্ষের আইনজীবী সুশান্ত নিয়োগী বলেন, ব্যবসায়ী খুনে অভিযুক্ত আইনজীবীর জামিন খারিজ হয়েছে। প্রথমে ওই আইনজীবীর বিরুদ্ধে মারধরের মামলা হয়। পরে ওই ব্যক্তির মৃত্যু হলে খুনের ধারা যুক্ত হয়। অভিযুক্ত ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছিলেন। ঘটনার একমাস পরে বাগডোগরা থানার পুলিস অভিযুক্তকে ওড়িশা থেকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসে। ধৃতের ১৪ দিনের জেলা হেফাজত হয়েছে। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক ধারা বলেন, দু’বছর আগে ওই আইনজীবী আমাদের সংগঠনের সদস্য পদ নিয়েছেন। তিনি আদালতে খুব একটা আসেন না। তবে আইনের ঊর্ধ্বে কেউ নন। অভিযোগ প্রমাণিত হলে আইন মেনে শাস্তি হবে।

6th     May,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ