বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

আত্রেয়ী থেকে জল তোলার প্রকল্প

সংবাদদাতা, পতিরাম: পানীয় জলের সঙ্কট মেটাতে কুমারগঞ্জ ব্লকে আত্রেয়ী নদীতে পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছে। এবার জল উত্তোলন কেন্দ্রের কাজ শুরু হল। কুমারগঞ্জের ধাধলপাড়া এবং শাহাজাদপুরে দু’টি জল উত্তোলন কেন্দ্রের কাজ চলছে। আগেই পাইপলাইনের কাজ শুরু হয়েছিল। এবার জল উত্তোলন কেন্দ্রের কাজ শুরু হল। ওই কাজের জন্য ২১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই প্রকল্পে কুমারগঞ্জের প্রায় ৪৫ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। পিএইচই দপ্তর ওই কাজ করছে।  তীব্র গরমে জলকষ্ট দেখা দেয় কুমারগঞ্জে। এই প্রকল্প হলে সমস্যা মিটবে বলে আশাবাদী বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলা পিএইচই দপ্তরের প্রধান বাস্তুকার শুভব্রত কর বলেন, কুমারগঞ্জ ব্লকে পানীয় জলের প্রকল্পের কাজ অনেকদিন আগে শুরু হয়েছে। এবারে জল উত্তোলন কেন্দ্রের কাজ শুরু হল। ২০২৫ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। পিএইচই দপ্তর সূত্রে জানা গিয়েছে,পানীয় জলের প্রকল্পের জন্য গোটা কুমারগঞ্জ ব্লকের ৮টি পঞ্চায়েতকে ১৬টি জোনে ভাগ করা হয়েছে। তারমধ্যে ৫টি জোনে পাইপলাইনের কাজ চলছে। বাকি জোনগুলিতেও পাইপলাইনের কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে, কুমারগঞ্জের শাহজাদপুর ও ধাধলপাড়াতে আত্রেয়ী নদীতে জল উত্তোলন কেন্দ্রের কাজও শুরু হল। নদী থেকে জল তুলে নির্দিষ্ট জায়গায় শোধন করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। কুমারগঞ্জে প্রায় ৪৫ হাজার পরিবারে জল পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ট্যাঙ্কার বসাবে পিএইচই। কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জের বাসিন্দা অনুশ্রী সাহা বলেন, এখন তীব্র গরম। জলস্তর অনেক নীচে নেমে যাওয়ায় জল পাচ্ছি না। এখানে কোনও পানীয় জলের প্রকল্প নেই। শুনেছি, এই প্রকল্পের কাজ চলছে। আমাদের অনেক সুবিধা হবে। কুমারগঞ্জের শাহজাদপুরের বাসিন্দা সুকান্ত কিস্কু বলেন, আমাদের এখানে খুব জলের সমস্যা। এই প্রকল্প হলে আমাদের সুবিধা হবে। তবে কাজে যাতে ঢিলেমি না হয়, সেদিকে নজর দেওয়া উচিত প্রশাসনের। 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ