বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

পুরুলিয়া মেডিক্যাল কলেজ কার্যত জলশূন্য, দুর্ভোগ

সংবাদদাতা, পুরুলিয়া: রবিবার সকাল থেকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের সদর হাসপাতাল ক্যাম্পাস কার্যত জলশূন্য। ওটি থেকে শুরু করে অন্যান্য ওয়ার্ডেও পানীয় জল এবং ব্যবহার্য অন্যান্য কাজের জন্য জল না থাকায় চরম সমস্যায় পড়েন রোগী, তাঁদের আত্মীয় থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। জল সরবরাহের পাইপলাইন ফেটে যাওয়াতেই সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে পুরুলিয়া পুরসভা কর্তৃপক্ষ। 
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকেই সদর হাসপাতাল ক্যাম্পাসের বিভিন্ন ওয়ার্ড কার্যত জলশূন্য হয়ে পড়ে। রোগীদের শৌচালয়ে যাওয়া থেকে শুরু করে পানীয় জল পর্যন্ত না থাকায় চরম সমস্যা তৈরি হয়। এমনকি ওটিতেও জল না থাকায় সমস্যা প্রকট আকার ধারণ করে। ওয়ার্ড ছাড়াও গোটা হাসপাতাল চত্বরে জল না পেয়ে সমস্যায় পড়েন রোগীর আত্মীয়রা। এ বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের এমএসভিপি সুকোমল বিষয়ী বলেন, রবিবার সকাল থেকেই সদর হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড কার্যত জলশূন্য হয়ে রয়েছে। ওটিতে জল বন্ধ হয়ে গিয়েছিল। ওয়ার্ডগুলিতে জল সরবরাহ বিকাল পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। তবে অন্য একটি জলের রিজার্ভার থেকে ওটিতে জল সরবরাহ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন শৌচালয়গুলিতে জল না থাকায় রোগী এবং তাঁদের আত্মীয়রা চরম সমস্যায় পড়েছেন। জল না থাকলে সমস্যায় পড়াটাই স্বাভাবিক। স্বাস্থ্যকর্মীদেরও সমস্যা হচ্ছে। জলের সমস্যার বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে। পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নিজে এসে গোটা বিষয়টি খতিয়ে দেখেছেন। জল সরবরাহের পাইপলাইনে ফাটল ধরার ফলে এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে চেয়ারম্যান চারটি ট্যাঙ্কারে প্রায় আট হাজার লিটার জল পাঠিয়েছেন। ওই ট্যাঙ্কগুলি থেকে পানীয় জলটুকু অন্তত পাচ্ছেন রোগীর আত্মীয়রা। এ বিষয়ে পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নব্যেন্দু মাহালী বলেন, যে পাইপ লাইনে মেডিক্যাল কলেজে রিজার্ভারের জন্য জল আসে, সেই পাইপলাইন ফেটে গিয়েছে। ফলে জল সরবরাহ শুরু হওয়ার পরেও রিজার্ভার পর্যন্ত জল পৌঁছয়নি। পুরসভার কর্মীরা তীব্র গরমের মধ্যেও যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ