বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

আউশগ্রামে অসিত মালের রোড শো, শঙ্খধ্বনি প্রমিলা ব্রিগেডের

সংবাদদাতা, কাটোয়া: শনিবার আউশগ্রামের জঙ্গলমহলে রোড শো করলেন বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল। শনিবার জঙ্গলমহলের বিভিন্ন গ্রাম চষে বেড়ান প্রার্থী। নিজের জয়ের বিষয়েও আশাবাদী তিনি। প্রার্থী বলেন, মানুষের যা উচ্ছ্বাস দেখছি তাতে জয় শুধু সময়ের অপেক্ষা। 
এদিন আউশগ্রাম-২ ব্লকের সাতটি অঞ্চলজুড়ে রোড শো করেন প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। এদিন সকালে অসিতবাবু ভেদিয়া অঞ্চল থেকে প্রচার শুরু করেন। এরপর তিনি রামনগর, ছোড়া কলোনি হয়ে অমরপুর, ভাল্কি অঞ্চল সেরে গেড়াই গ্রামে মধ্যাহ্নভোজ সারেন। কোটা অঞ্চলে ঘুরে এড়াল অঞ্চলে যান। জঙ্গলমহলের মহিলারা প্রার্থীকে দেখে শঙ্খধ্বনি দেন। 
আউশগ্রাম  বিধানসভায় একসময় বামেদের আধিপত্য ছিল। কিন্তু ধীরে ধীরে লালদুর্গে সবুজ ঝড় শুরু হয়। তৃণমূলের এক নেতা এদিন বলছিলেন, আউশগ্রাম-২ ব্লকে প্রচুর শিল্প হয়েছে। বেশ কয়েকটি সংস্থা কোটা অঞ্চলে শিল্প গড়েছে। স্থানীয় বহু মানুষ সেখানে কাজ পেয়েছে। একসময় জঙ্গলমহলের বেকার ছেলে-মেয়েরা কাজ পেত না। তারাই এখন বেসরকারি সংস্থাগুলিতে নিজেদের জীবিকা অর্জন করতে পারছে। অনেক জায়গায় পোলট্রি ফার্মও গড়ে উঠেছে। আগে এসব এলাকায় রাস্তাঘাট খারাপ ছিল। এখন রাস্তার ভোল বদলে গিয়েছে।  
অমরপুর অঞ্চলের বৃদ্ধ সুজন মাড্ডি বলেন, আগে আমরা শালপাতার থালা তৈরি করতাম। এখন বয়স হয়েছে, তাই আর পারি না। কিন্তু ছেলে কোটা গ্রামে একটি সার কারখানায় কাজ করে। ছেলের রোজগারেই সংসার চলে।

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ