বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ভোট প্রচারে পরিবেশ রক্ষার বার্তা মিতালির

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: তীব্র গরমে নাজেহাল মানুষ। বিশ্ব উষ্ণায়ন নিয়ে সর্বস্তরে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এই সময়ে পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগ ডোর টু ডোর প্রচারে গিয়ে সেই বার্তা দিচ্ছেন। পরিবেশ রক্ষার গুরুত্ব সকলের কাছে তুলে ধরেছেন। এই অভিনব প্রচার মিতালিদেবীকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। প্রচারে ‘গাছ লাগান প্রাণ বাঁচানো’র মতো বিষয় উঠে আসায় সকলস্তরের মানুষ সাধুবাদ জানাচ্ছে।
আরামবাগে চড়া রোদের মধ্যেই প্রার্থীরা প্রচার করছেন। তৃণমূল উন্নয়নমূলক বিষয়কে প্রচারে তুলে ধরছে। বিজেপি ও বাম শিবির শাসক বিরোধী প্রচারে জোর দিয়েছে। প্রচারে পরিবেশ রক্ষার বিষয়টি নিয়ে তৃণমূল ও সিপিএম প্রার্থীকে এবার সরব হতে দেখা যাচ্ছে। বৃক্ষরোপণের বিষয়টি দু’জনেই সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। মিতালিদেবী বলেন, মানুষের স্বার্থে রাজ্য সরকার লাগাতার উন্নয়নমূলক কাজ করছে। সেইসব কাজের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়টির উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ব উষ্ণায়নে বিপদ বাড়ছে। এই পরিস্থিতিতে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে এলাকায় এলাকায় গাছ লাগানোর কথা বলছি। 
সিপিএম প্রার্থী বিপ্লব মৈত্র বলেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে গরম বাড়ছে। প্রাকৃতিক পরিবেশ ও জৈব্য বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশ রক্ষার বিষয়টি আমাদের প্রচারে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে গাছ লাগানোর কথা বলছি।
শহরের পরিবেশ সংগঠন ‘টিম আইডেন্টি ট্রি’ সদস্য কৌশিক ঘোষ বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সংগঠন ধারাবাহিকভাবে কাজ করছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছ লাগানো হচ্ছে। তারপরেও কয়েকদিন আগে বাতানল এলাকায় বেআইনিভাবে ৪০টির বেশি গাছ কেটে নেওয়ার খবর প্রকাশ্যে আসে। মহকুমা শাসকের দপ্তরে বিষয়টি দেখার জন্য স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। না হলে বিশ্ব উষ্ণায়নের বিপদ ঠেকানো যাবে না। ভোটের প্রচারে গাছ লাগানোর মতো বিষয় উঠে আসাটা সাধুবাদ যোগ্য।
আরামবাগ শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুন্তল অধিকারী বলেন, শহরের ভিতর একের পর এক আবাসন গড়ে উঠছে। বড় গাছ নির্বিচারে কাটা হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের মদতে এসব হচ্ছে। শাসকদলের একাংশের হাত এদের মাথার উপর রয়েছে। পরিবেশ রক্ষা নিয়ে যথার্থ কোনও উদ্যোগ নেই। ভোটের সময় শুধু গাছ লাগান বলে প্রচার চালিয়ে কিছু হবে না।
খানাকুলের ঘোষপুর নেতাজি ইউনিয়ন বিদ্যাপীঠের শিক্ষক অভিষেক মুখোপাধ্যায় বলেন, বৃক্ষ নিধন বন্ধ না করতে পারলে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করা যাবে না। পরিবেশে তাপমাত্রা তো বাড়ছেই। সেইসঙ্গে অধিক তাপমাত্রায় লক্ষাধিক বছরের  সুপ্ত ব্যাকটেরিয়ার জাগরণ ঘটছে। জিনগত পরিবর্তন ঘটিয়ে এই ব্যাকটেরিয়াগুলি যে কোনও মুহূর্তে বড় মহামারী ঘটিয়ে ফেলতে পারে। নির্বাচনের মতো বৃহত্তর ক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয় উঠে আসছে। বিষয়টি বহু মানুষের নজরে আসবে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসাজনক।

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ