বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

ফের উত্তপ্ত রেজিনগর, বোমাবাজি

সংবাদদাতা, বহরমপুর: ফের উত্তপ্ত হয়ে উঠল রেজিনগর থানার নাজিরপুর পশ্চিমপাড়া। সোমবার রাতে ব্যাপক বোমাবাজিতে উত্তেজনা ছড়ায়। আতঙ্কে বাদিন্দারা বাড়ি থেকে বেরিয়ে যেতেই লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। বোমের আঘাতে টুনি বিবি নামে স্থানীয় এক মহিলার বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থালে আসে রেজিনগর থানার পুলিস। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।
ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণে উত্তপ্ত হয়ে রয়েছে রেজিনগর। রবিবারের পর সোমবার রাতে ফের দুষ্কৃতী তাণ্ডবে কেঁপে উঠল এলাকা। রাতে আচমকা বোমাবাজিতে আতঙ্ক ছড়ায়। প্রাণ ভয়ে বাড়ির লোক পালিয়ে গেলে লুটপাট চালানো হয় বলে অভিযোগ তোলা হয়েছে। বোমায় টুনু বিবির বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে গিয়েছে। টুনি বিবি বলেন, দু’দিন আগে লতিব শেখের বাড়ির পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ফের এলাকায় বোমা বাজিতে আমার বাড়ির একাংশ উড়ে গেল। স্থানীয় মহিলাদের অভিযোগ, প্রাণের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যেতেই সোনা, টাকা,সহ মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বেশ কিছুদিন থেকে এই এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। পুলিস তদন্তে নেমে কোনও কুলকিনারা করতে পারেনি বলে দাবি বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, একের পর এক বিস্ফোরণ, বোমাবাজি হলেও পুলিস নজর ঘুরিয়ে রেখেছে। দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে। নির্বাচন যত এগিয়ে আসছে রেজিনগর তত অগ্নিগর্ভ হয়ে উঠছে। প্রশাসনের কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

1st     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ