বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

নারীশক্তিই ভোটে নির্ণায়ক ভূমিকায় বুথভিত্তিক সমীক্ষা শেষে বলছে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার লোকসভা ভোটে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র নারীশক্তিই নেবে নির্ণায়ক ভূমিকা। এখানকার বহু বুথেই পুরুষদের তুলনায় মহিলাদের ভোট পড়েছে বেশি। বুথভিত্তিক প্রদত্ত ভোট থেকেই তা স্পষ্ট। বিজেপির ঘাঁটিতে এ নিয়ে উচ্ছ্বসিত জোড়াফুল শিবির। তারা এ নিয়ে জয়ের খোয়াব দেখছে। যদিও বিজেপির দাবি, তাদের অনুকূলেই এসেছে মহিলাদের রায়। দু’পক্ষের এমন বক্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা এখন তুঙ্গে। 
দার্জিলিং লোকসভা আসনের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাটিগাড়া-নকশালবাড়ি অন্যতম। এখানে মোট বুথ ৩২৫। যারমধ্যে বহু বুথে পুরুষদের টেক্কা দিয়েছেন মহিলারা। কয়েকটি বুথের প্রদত্ত ভোট পর্যবেক্ষণ করলেই বিষয়টি আরও স্পষ্ট হবে। প্রশাসন সূত্রের খবর, মাঞ্ঝা প্রাথমিক স্কুলের পড়ে ১ নম্বর বুথ। এখানকার ভোটার সংখ্যা ৯৪৪। পুরুষ ৪৭০ ও মহিলা ৪৭৪ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৭৫৬ জন। যারমধ্যে মহিলা ৩৮২ এবং ৩৭৪ পুরুষ জন। মারাপুর এসএসকে’র ২ নম্বর বুথে ৬২৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫০৫ জন। এরমধ্যে মহিলা ২৯১ এবং পুরুষ ২১৪ জন ভোট দিয়েছেন। বেলগাছি হিন্দি হাইস্কুলের ৩ নম্বর বুথে ৫৮১ জন ভোটারের মধ্যে ভোটদান করেছেন ৪৫০ জন। এরমধ্যে মহিলা ও পুরুষ যথাক্রমে ২৪৩ ও ২০৭ জন। 
সংশ্লিষ্ট তিনটি বুথ শুধুমাত্র উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। এই কেন্দ্রে এমন বুথের সংখ্যা বহু। সব মিলিয়ে এই কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ৪৯ হাজার ৬৭টি। যারমধ্যে মহিলা ভোট ১ লক্ষ ২৪ হাজার ৬৫২ এবং পুরুষ ভোট ১ লক্ষ ২৪ হাজার ৪১৫টি। তবে বেশকিছু বুথে এগিয়ে রয়েছেন পুরুষরা। সংশ্লিষ্ট বুথগুলিতে তাঁদের রীতিমতো টেক্কা দিয়েছেন মহিলারা। পুরুষরা হাতেগোনা কয়েকটি ভোটে বুথগুলিতে এগিয়েছিলেন। 
এমন পরিসংখ্যান নিয়েই স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে অঙ্ককষা। ভোটে মহিলাদের পাল্লাভারী দেখে তৃণমূল কংগ্রেস রীতিমতো উচ্ছ্বসিত। তৃণমূলের মাটিগাড়া-১ সাংগঠনিক ব্লকের সভাপতি অভিজিৎ পাল বলেন, মহিলাদের ক্ষমতায়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বনির্ভর গোষ্ঠী গঠন করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদের সহযোগিতা করছে রাজ্য সরকার। তাই মহিলাদের নেতৃত্বেই এখানে এবার তৃণমূল লিড পাবে। 
এই কেন্দ্র পদ্মের ঘাঁটি হিসেবে পরিচিত। উনিশের লোকসভা এবং একুশের বিধানসভায় এখানে লিড পায় বিজেপি।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ