বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে আসানসোলে 
ভোটযুদ্ধে প্রাক্তন বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘ওহে নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল’। শনিবার কুলটি ও আসানসোলের জনসভা থেকে গ্যাসের দামবৃদ্ধি নিয়ে এই ভাষাতেই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির গ্যাসের দাম বৃদ্ধিকে এবার প্রচারে আনছেন আরও একজন। তিনি আস্ত গ্যাস সিলিন্ডারকেই প্রতীক হিসাবে নিয়ে ভোট যুদ্ধে নেমে পড়েছেন। তিনি নিজেকে আদি বিজেপির মুখ হিসাবে দাবি করা সুজিত পাল। সোমবারই ছিল আসানসোল লোকসভা কেন্দ্রের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। লোকসভা কেন্দ্রের জন্য সাতজন প্রার্থী মনোনয়ন জমা করেছিলেন। কোনও প্রার্থীই ভোট ময়দান ছাড়লেন না। একজনও মনোনয়ন প্রত্যাহার না করায় সাতজনের মধ্যেই ভোটযুদ্ধ হতে চলেছে আসানসোলে। তারমধ্যে অন্যতম সুজিত পাল।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক নম্বর বোতামে নাম রয়েছে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার। দু’নম্বরে বোতামে নাম থাকবে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী জাহানারা খানের। তিন নম্বরে নাম রয়েছে শত্রুঘ্ন সিনহার। এভাবেই চার নম্বরে বিএসপি, পাঁচ নম্বরে এসইউসিআই প্রার্থীর নাম রয়েছে। ছ’নম্বরে নির্দল প্রার্থী হিসাবে নাম রয়েছে দীপিকা বাউরির। সবশেষে সাত নম্বর বোতাম বরাদ্দ হয়েছে সুজিত পালের জন্য। 
সুজিতবাবু বলেন, একটা সময়ে বিজেপি করতাম। কিন্তু গ্যাসের অত্যধিক দামবৃদ্ধি মেনে নিতে পারেননি আমার মতো বহু বিজেপি নেতা ও কর্মী সমর্থক। কেন্দ্রের গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ভোটে নেমেছি।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ