বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

নির্বাচনের মরশুমে নদীয়া জেলায় বিপুল টাকা ও অবৈধ সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভোটের মরশুমে অবৈধ সামগ্রী উদ্ধারে বড়সড় সাফল্য পেল নদীয়া জেলা প্রশাসন। গত দেড় মাসে নদীয়া জেলার দুই পুলিস জেলা থেকে নগদ টাকা, অবৈধ মদ, নেশার দ্রব্য প্রভৃতি মিলিয়ে প্রায় ১৩ কোটির সামগ্রী উদ্ধার হয়েছে। 
জেলা প্রশাসনের এফএসটি, এসএসটি, ভিএসটি সহ বিভিন্ন টিম জেলাজুড়ে কাজ করছে। বিভিন্ন এলাকায় নাকা চেকিং করে এসব উদ্ধার করা হয়েছে। ১৬ মার্চ ভোট ঘোষণার সময় থেকেই অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করার কাজ চলছে।
নদীয়ার জেলাশাসক অরুণ প্রসাদ বলেন, আমাদের বিভিন্ন টিম ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন প্রান্তে কাজ করছে। দেড় মাসে নগদ টাকা, মদ, অন্যান্য নেশার দ্রব্য, ধাতব সামগ্রী সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত হয়েছে। প্রশাসন নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে তৎপর রয়েছে। নির্বাচন ঘোষণা হওয়ার সময় থেকেই নদীয়া জেলাজুড়ে ১৪০টি ফ্লাইং স্কোয়াড টিম, ১৯০টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, ৪০টি ভিডিও সার্ভেলেন্স টিম সহ পাঁচরকম টিম গঠিত হয়েছে। তাঁদের কাজ হল, পুরো নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কোথাও অস্বাভাবিক কিছু দেখলেই পুলিসের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া‌। ভোটারদের প্রভাবিত করার মতো কোনও জিনিস এলাকায় ঢুকছে কিনা-সেদিকে নজর রাখা। সম্প্রতি কালীগঞ্জ ব্লকের বল্লভপাড়া থেকে নগদ ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে এসএসটি টিম।
দুই পুলিস জেলা মিলিয়ে নগদ ৪১ লক্ষ ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে কৃষ্ণনগর পুলিস জেলা থেকেই প্রায় ৪০ লক্ষ  নগদ টাকা বাজেয়াপ্ত হয়। দুই পুলিস জেলা থেকে মোট ১৬ লক্ষ ৩২ হাজার টাকার অবৈধ মদ বাজেয়াপ্ত হয়েছে। তিন কোটি টাকার বেশি দামের নেশার সামগ্রী কৃষ্ণনগর ও রানাঘাট পুলিস জেলা থেকে উদ্ধার হয়েছে। যার মধ্যে আড়াই কোটি টাকার নেশার সামগ্রী কৃষ্ণনগর পুলিস জেলায় পাওয়া গিয়েছে।
তবে নজর কেড়েছে সোনারুপোর মতো দামি ধাতব সামগ্রী বাজেয়াপ্ত করার পরিসংখ্যান। দেড় মাসে প্রায় ৯ কোটি টাকার ধাতব সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। যার ১০০ শতাংশই রানাঘাট পুলিস জেলার। মঙ্গলবার পর্যন্ত বাজেয়াপ্ত টাকা ও দামি সামগ্রী মিলিয়ে অঙ্কটা ১২ কোটি ৬০ লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে। প্রতিটি টিমে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে রাখা হয়েছে।
সবমিলিয়ে প্রায় ৪৫০জন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে এই কাজে যুক্ত করা হয়েছে। তাঁদের তত্ত্বাবধানেই কাজ চলছে। সন্দেহজনক কোনও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতে পারে এফএসটি টিম‌। ভিএসটি টিমের কাজ হল রাজনৈতিক প্রচারে কোনওরকম নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে কিনা-সেদিকে নজর রাখা‌।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ